পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Amartya Sen Land Dispute: অমর্ত্যকে বিশ্বভারতীর উচ্ছেদ নোটিশে স্থগিতাদেশ সিউড়ি আদালতের - নোবেলজয়ী অমর্ত্য সেন

16 সেপ্টেম্বর ফের এই মামলার শুনানির রয়েছে। ততদিন পর্যন্ত নোবেলজয়ী অমর্ত্য সেনের 'প্রতীচী' বাড়ির জমি খালি করতে পারবে না বিশ্বভারতী কর্তৃপক্ষ।

Etv Bharat
অমর্ত্যকে বিশ্বভারতীর উচ্ছেদ নোটিশে স্থগিতাদেশ সিউড়ি আদালতের

By

Published : Aug 8, 2023, 6:00 PM IST

Updated : Aug 8, 2023, 7:52 PM IST

অমর্ত্যকে বিশ্বভারতীর উচ্ছেদ নোটিশে স্থগিতাদেশ

সিউড়ি, 8 অগস্ট: নোবেলজয়ী অমর্ত্য সেনকে বিশ্বভারতীর উচ্ছেদের নোটিশে স্থগিতাদেশ দিল সিউড়ি জেলা আদালত। যদিও এই নোটিশে আগেই অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আগামী 16 সেপ্টেম্বর ফের এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে। ততদিন পর্যন্ত নোবেলজয়ীর 'প্রতীচী' বাড়ির জমি খালি করতে পারবে না বিশ্বভারতী কর্তৃপক্ষ।

অমর্ত্য সেন তাঁর 'প্রতীচী' বাড়িতে তাদের 13 শতক জমি দখল করে রেখেছেন বলে অভিযোগ বিশ্বভারতী কর্তৃপক্ষের। এমনকী সেই জমি খালি করে দিতে নোবেলজয়ী অর্থনীতিবিদকে চারটি চিঠিও পাঠানো হয় বিশ্বভারতীর তরফে। পরে জমি খালি করার সময়সীমা বেঁধে দিয়ে 'প্রতীচী' বাড়ির গেটে ঝোলানো হয়েছিল নোটিশও। তবে পালটা অমর্ত্য সেন দাবি করেন, প্রয়াত পিতা আশুতোষ সেনের উইল অনুযায়ী সম্পূর্ণ জমি (1.35 একর) তাঁরই। অর্থাৎ, বিশ্বভারতীর দাবি করলেও ওই 13 শতক জমি তাঁর উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ৷ এই মর্মে সিউড়ি জেলা আদালত ও পরবর্তীতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন 'ভারতরত্ন' অমর্ত্য সেন। কলকাতা হাইকোর্ট বিশ্বভারতীর উচ্ছেদের নোটিশে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছিল, একইসঙ্গে মামলাটি নিম্ন আদালতকে শোনার নির্দেশ দেওয়া হয়।

হাইকোর্টের নির্দেশ মেনে সিউড়ি জেলা আদালতে মামলাটি চলছে ৷ এদিন সিউড়ি জেলা আদালতের বিচারকই বিশ্বভারতীর উচ্ছেদের নোটিশে স্থগিতাদেশের নির্দেশ দেন। অর্থাৎ, বিশ্বভারতী কর্তৃপক্ষ কোনওভাবেই জমি খালি করতে পারবে না। আগামী 16 সেপ্টেম্বর ফের মামলার শুনানি পর্যন্ত এই স্থগিতাদেশ বলবৎ থাকবে।

আরও পড়ুন:অমর্ত্য সেনের পাশে নোবেলজয়ী অর্থনীতিবিদ জোসেফ স্টিগলিটজ, চিঠি রাষ্ট্রপতিকে

অমর্ত্য সেনের আইনজীবী সৌমেন্দ্র রায়চৌধুরী বলেন, "এতদিন দু'পক্ষের সওয়াল-জবাব শুনেছেন মহামান্য আদালত। এদিন রায় দেওয়ার দিন ছিল ৷ আপাতত স্থগিতাদেশের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বিশ্বভারতীর কাছে নথিও চাওয়া হয়েছে। 16 সেপ্টেম্বর ফের শুনানির দিন ধার্ষ করা হয়েছে। ততদিন বিশ্বভারতী কোনও পদক্ষেপ করতে পারবে না।"

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে জমি সংক্রান্ত বিষয়ে হেনস্তার অভিযোগে সরব হয়েছেন মার্কিন নোবেলজয়ী অর্থনীতিবিদ জোসেফ ইউনিজ স্টিগলিটজ, জর্জ আর্থার অ্যাকারলফ থেকে শুরু করে বিশ্ববন্দিত মার্কিন ভাষাবিজ্ঞানী নোম চমস্কি, বিশ্বব্যাঙ্কের প্রাক্তন প্রধান তথা ভারত সরকারের প্রাক্তন অর্থনৈতিক উপদেষ্টা কৌশিক বসু প্রমুখ। সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে শিল্পী, সাহিত্যিক, শিক্ষাবিদ সহ সিপিআইএম, কংগ্রেস, বিজেপি নেতারাও।

Last Updated : Aug 8, 2023, 7:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details