বোলপুর, 7 মার্চ : পথ দুর্ঘটনার নিহত বাবার মৃতদেহের ময়নাতদন্ত চলছে হাসপাতালে। কিন্তু পিতৃশোক বুকে চেপেই সোমবার জীবনের প্রথম বড় পরীক্ষায় বসল বীরভূমের কেশাইপুরের দুই ভাই-বোন ঘনশ্যাম কিস্কু এবং জোনাকি কিস্কু (Despite the death of their father brother and sister attend Madhyamik exam) ৷ যা দৃষ্টান্ত হয়ে রইল অন্যান্য মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছে ৷ স্বাভাবিকভাবেই মাধ্যমিক পরীক্ষার্থী দুই ভাই-বোনকে কুর্নিশ জানাচ্ছেন স্থানীয় মানুষ ৷
বীরভূমের পাড়ুই থানার কেশাইপুরের বাসিন্দা বছর পঁয়তাল্লিশের শিবশঙ্কর কিস্কু রবিবার সন্ধ্যায় এক পথ দুর্ঘটনায় প্রাণ হারান ৷ কাশীপুর সংলগ্ন এলাকায় নিমন্ত্রণ খেয়ে বাইক নিয়ে বাড়ি ফেরার পথে মৃত্যু হয় তাঁর ৷ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠায় ৷ পরীক্ষা শুরুর ঠিক আগে এমন একটি ঘটনায় ঘনশ্যাম এবং জোনাকির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে ৷ বাবার মৃত্যু সংবাদ পেয়ে কান্নায় ভেঙে পড়ে দুই ছেলে মেয়ে ৷ যদিও ঘটনার আকস্মিকতায় দমে যায়নি কেশাইপুর উচ্চ বিদ্যালয়ের দুই পড়ুয়া ৷