রামপুরহাট, ১ মার্চ : রামপুরহাটে পুলিশের হাতে ধৃত ১৩ জন গোরু পাচারকারী। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২১টি গোরু। আটক করা হয় দুটি গাড়িও। আজ ধৃতদের রামপুরহাট মহকুমা আদালতে তোলা হবে।
রামপুরহাটে পুলিশের জালে ১৩ গোরু পাচারকারী - police
পুলিশের হাতে ধৃত ১৩ জন গোরু পাচারকারী। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২১টি গোরু। আজ ধৃতদের রামপুরহাট মহকুমা আদালতে তোলা হবে।
গতকাল দুপুরে রামপুরহাটের মনসুবা মোড়ে রামপুরহাট থানার IC আবু সেলিমের নেতৃত্বে ধরা পড়ে গোরু পাচারচক্রের ১৩ জন। জেরায় ধৃতরা জানায়, তারা সবাই মুর্শিদাবাদের বাসিন্দা। প্রতি সপ্তাহে বৃহস্পতিবার করে রামপুরহাটে একটি গোরুর হাট বসে। স্থানীয়দের অভিযোগ, সেই হাট থেকে বহুদিন ধরেই গোরু কিনে অবৈধভাবে তা পাচার করা হয় পাশের জেলাগুলিতে। এমনকী বাংলাদেশেও।
কয়েকমাস আগেও মোষ পাচার করতে গিয়ে একটি মোষ বোঝাই কন্টেনার উলটে যায় মল্লারপুরের কাছে রানিগঞ্জ- মোড়গ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে। তবে সেই ঘটনার পরও পুলিশ পাচার রুখতে তেমন কোনও পদক্ষেপ করে নি, এমনটাই অভিযোগ স্থানীয়দের।