পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তারাপীঠে দম্পতির পচাগলা মৃতদেহ উদ্ধার - couple's

তারাপীঠের ফুলিডাঙা লেট পাড়ায় দম্পতির পচাগলা মৃতদেহ উদ্ধার হয়।

মৃতদেহ

By

Published : Feb 24, 2019, 9:47 PM IST

তারাপীঠ, ২৪ ফেব্রুয়ারি : তারাপীঠের ফুলিডাঙা লেট পাড়ায় এক দম্পতির পচাগলা মৃতদেহ উদ্ধার হল। নাম প্রীতম সাহা(৩০) ও কবিতা সাহা(২৬)। এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়লে বাসিন্দারা তারাপীঠ থানায় খবর দেয়। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠিয়েছে।

দু'বছর আগে বিয়ে হয় প্রীতম ও কবিতার। প্রথমে তারা তারাপীঠের তিনমাথা মোড়ে দাদার সঙ্গে থাকত। গত ছ'মাস আগে এই দম্পতি তারাপীঠের ফুলিডাঙা লেট পাড়ায় থাকতে শুরু করে। আজ সকালে স্থানীয় বাসিন্দারা তাদের বাড়ি থেকে দুর্গন্ধ পেয়ে থানায় খবর দেন। পুলিশ এসে দরজার তালা ভেঙে বাড়িতে ঢুকলে তাদের মৃতদেহ দেখতে পান।

স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, আর্থিক অনটনের মধ্যে ওই দুই দম্পতির জীবন কাটছিল। প্রীতম পেশায় দিনমজুর। বিভিন্ন জায়গায় টাকা ধার নিয়ে জীবন অতিবাহিত করার চেষ্টা করছিল তারা। সম্ভবত মানসিক অবসাদেই আত্মহত্যার পথ বেছে নিয়েছে। এছাড়াও প্রীতম সাহা নেশা করত বলেও জানা গেছে।

তারাপীঠ থানার পুলিশ জানায়, আত্মহত্যার পিছনে মানসিক অবসাদ না অন্য কোনও বিষয় রয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details