শান্তিনিকেতন , 2 এপ্রিল : রাস্তায় ছবি এঁকে এবার কোরোনা ভাইরাস নিয়ে মানুষকে সচেতন করার কাজ শুরু করল বিশ্বভারতীর কলাভবনের পড়ুয়া ও পুলিশ প্রশাসন । শান্তিনিকেতন থানা এলাকায় রাস্তায ছবি এঁকে মানুষকে বাড়িতে থাকার বিষয়ে সচেতন করা হয় ।
রাস্তায় ছবি এঁকে কোরোনা নিয়ে সচেতনতামূলক প্রচার বিশ্বভারতীর পড়ুয়াদের
রাস্তায় ছবি এঁকে কোরোনা নিয়ে সবাইকে সচেন করতে দেখা গেল বিশ্বভারতীর পড়ুয়াদের ।
কোরোনা ভাইরাসের সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউন । কিন্তু, লকডাউনকে উপেক্ষা করে বহু মানুষ রাস্তায় বেরিয়ে পড়ছেন । মানছেন না সরকারি নির্দেশিকা । পুলিশ ও প্রশাসনের তরফে মানুষকে বাড়িতে থাকার জন্য বিভিন্নভাবে আবেদন জানানো হচ্ছে । এবার মানুষকে সচেতন করতে শিল্পকলাকে হাতিয়ার করা হল । বিশ্বভারতীর কলাভবনের পড়ুয়ারা শান্তিনিকেতন থানার পুলিশের সহযোগিতায় রাস্তায় রাস্তায় বিভিন্ন সচেতনতামূলক ছবি এঁকে বেড়াচ্ছেন । ছবির মধ্যে দিয়ে বাড়িতে থাকার ইঙ্গিত দেওয়া হচ্ছে । পড়ুয়াদের ও পুলিশের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই । শান্তিনিকেতনে রাস্তায় বেশ কিছু জায়গায় অনেকটা এলাকাজুড়ে আঁকা হচ্ছে কোরোনা ভাইরাসের নানান রকম ছবি ।
শিল্পীদের মধ্যে রশ্মি বাগচি বলেন, "কোরোনা ভাইরাসের ভয়াবহতা থেকে মানুষকে সচেতন করতে এই শিল্পকলাকে আমরা বেছে নিয়েছি । শান্তিনিকেতন থানার পুলিশ আমাদের সহযোগিতা করছে ।"