পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভাষা দিবসে উপাচার্যের বক্তব্য ঘিরে বিতর্ক বিশ্বভারতীতে

আন্তর্জাতিক ভাষা দিবসের অনুষ্ঠানের মঞ্চ থেকে বিশ্বভারতীর অস্থির পরিবেশের পাশাপাশি দেশের নেতাদের সাদা টুপি পড়া চোর বলে সম্মোধন করলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ৷

Viswa Bharati Vice Chancellor
উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী

By

Published : Feb 21, 2020, 4:14 PM IST

শান্তিনিকেতন, ২১ ফেব্রুয়ারি: ফের বিতর্কে বিশ্বভারতী । ‘‘গান্ধির জন্মদিনে রাজঘাটে মাথায় সাদা টুপি পড়ে সারা দেশের বড় বড় চোরেরা বসে থাকে ।'' আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানের মঞ্চ থেকে এমনই মন্তব্য করলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ৷ বিশ্বভারতীতে অশান্তি নিয়েও মুখ খোলেন তিনি, বলেন ‘‘বিশ্বভারতী অসুস্থ’’ ৷ তার এই মন্তব্যে বিতর্কের ঝড় উঠেছে ৷

ভাষা দিবসের আগে একটুকরো বাংলাদেশ হিসাবে সেজে উঠেছিল বিশ্বভারতীর বাংলাদেশ ভবন ৷ বাংলাদেশের পড়ুয়াদের উদ্যোগে বানানো হয়েছে শহীদ বেদী, দেওয়া হয়েছে আলপনা ৷ আজ সকালে বিশ্বভারতীর ইন্টারন্যাশনাল গেস্ট হাউসের সামনে থেকে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’ গান গাইতে গাইতে পদযাত্রা শুরু করেন পড়ুয়ারা ৷ উপস্থিত ছিলেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিক, অধ্যাপক -অধ্যাপিকারা ৷ বাংলাদেশ ভবনে এসে শেষ হয় বৈতলিক ৷ সেখানে শহীদ বেদীতে শ্রদ্ধার্ঘ জানান উপাচার্য সহ সকলে ৷

আন্তর্জাতিক ভাষা দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখছেন উপাচার্য

অনুষ্ঠানের মঞ্চ থেকে উপাচার্য বলেন, ‘‘ ২ অক্টোবর রাজঘাটে ঢোকা যায় না। ওই দিন মাথায় সাদা টুপি পরে দেশের যত বড় বড় চোর বসে থাকে । আমার বক্তব্যের ভিডিয়ো ভাইরাল হবে জানি৷ এখানে অনেক বদ উদ্দেশ্য নিয়ে ভিডিয়ো করছেন। বিশ্বভারতীকে কালিমালিপ্ত করতে উদ্যত তারা । তিনি আরও বলেন, ‘‘বিশ্বভারতী অসুস্থ । কৃত্রিম শ্বাস প্রশ্বাসের মধ্য দিয়ে চলতে হচ্ছে । এই বিশ্বভারতীর জন্য অনেকের পেট চলছে ৷ সাংবাদিক বন্ধুদেরও অনেকের পেট চলে । বিশ্বভারতীর গল্প না পেলে তাদের লেখা হয় না ।’’

এমনকি, উপাচার্যের সঙ্গে বোলপুর ব্যবসায়ী সমিতির দ্বন্দ্ব ও নিজের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির ঘটনাও ভাষা দিবসের মঞ্চ থেকে উল্লেখ করেন উপাচার্য ৷ তার এই বক্তব্যে উঠেছে নিন্দার ঝড়, অনেকেই বলেন উপাচার্যের ব্যক্তিগত ক্ষোভ প্রকাশের জায়গা নয় বিশ্বভারতী ৷

ABOUT THE AUTHOR

...view details