শান্তিনিকেতন, ২১ ফেব্রুয়ারি: ফের বিতর্কে বিশ্বভারতী । ‘‘গান্ধির জন্মদিনে রাজঘাটে মাথায় সাদা টুপি পড়ে সারা দেশের বড় বড় চোরেরা বসে থাকে ।'' আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানের মঞ্চ থেকে এমনই মন্তব্য করলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ৷ বিশ্বভারতীতে অশান্তি নিয়েও মুখ খোলেন তিনি, বলেন ‘‘বিশ্বভারতী অসুস্থ’’ ৷ তার এই মন্তব্যে বিতর্কের ঝড় উঠেছে ৷
ভাষা দিবসের আগে একটুকরো বাংলাদেশ হিসাবে সেজে উঠেছিল বিশ্বভারতীর বাংলাদেশ ভবন ৷ বাংলাদেশের পড়ুয়াদের উদ্যোগে বানানো হয়েছে শহীদ বেদী, দেওয়া হয়েছে আলপনা ৷ আজ সকালে বিশ্বভারতীর ইন্টারন্যাশনাল গেস্ট হাউসের সামনে থেকে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’ গান গাইতে গাইতে পদযাত্রা শুরু করেন পড়ুয়ারা ৷ উপস্থিত ছিলেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিক, অধ্যাপক -অধ্যাপিকারা ৷ বাংলাদেশ ভবনে এসে শেষ হয় বৈতলিক ৷ সেখানে শহীদ বেদীতে শ্রদ্ধার্ঘ জানান উপাচার্য সহ সকলে ৷