শান্তিনিকেতন, 29 সেপ্টেম্বর : আদালতের নির্দেশে কড়া পুলিশি নিরাপত্তায় পৌষমেলার মাঠে চলছে প্রাচীর নির্মাণের কাজ । এদিকে আজ সকাল থেকেই দমকলকেন্দ্রের সামনে "পৌষমেলার মাঠ বাঁচাও কমিটি"-র পক্ষ থেকে চলে অবস্থান-বিক্ষোভ । কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে পুলিশ, কমব্যাট ফোর্স । রয়েছে জলকামানও ।
কড়া নিরাপত্তায় পৌষমেলার মাঠে চলছে প্রাচীর নির্মাণ, চলছে বিক্ষোভও - বিশ্বভারতীতে অবস্থান বিক্ষোভ
গতকাল থেকে পৌষমেলার মাঠে শুরু হয় প্রাচীর নির্মাণের কাজ । নির্মাণকাজ শুরু হওয়ার পর "পৌষমেলার মাঠ বাঁচাও কমিটি"-র পক্ষ থেকে আন্দোলনের ডাক দেওয়া হয় । সেই মতো আজ সকাল থেকেই অবস্থান-বিক্ষোভ করছে তারা ।
17 অগাস্ট পৌষমেলার মাঠের প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে শান্তিনিকেতন । কয়েকশো মানুষ চড়াও হয়ে ভেঙে দেয় নির্মীয়মাণ প্রাচীর, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্প অফিস ও পৌষমেলার গেট । অভিযোগ, তৃণমূল বিধায়কের নেতৃত্বে সেই তাণ্ডব চালানো হয় । এমনকী শান্তিনিকেতন থানার সামনে ঘটনা ঘটলেও পুলিশের দেখা মেলেনি বলে অভিযোগ । এরপরই বিশ্বভারতীর ঐতিহ্য বাঁচাতে স্বতঃপ্রণোদিত মামলা করে কলকাতা হাইকোর্ট । প্রধান বিচারপতির নির্দেশে গঠিত হয় চার সদস্যের তদন্ত কমিটি । সেই কমিটির নির্দেশে গতকাল থেকে শুরু হয় প্রাচীর নির্মাণের কাজ । নির্মাণকাজ শুরু হওয়ার পর "পৌষমেলার মাঠ বাঁচাও কমিটি"-র পক্ষ থেকে আন্দোলনের ডাক দেওয়া হয় । সেই মতো আজ সকাল থেকেই শান্তিনিকেতনের দমকলকেন্দ্রের সামনে তাদের তরফে অবস্থান-বিক্ষোভ করা হয় ।
প্রাচীর নির্মাণের কাজ শুরু হওয়ায় ফের 17 অগাস্টের ঘটনার পুনরাবৃত্তি হতে পারে এই আশঙ্কা প্রকাশ করে বিশ্বভারতী কর্তৃপক্ষ একটি প্রেস বিজ্ঞপ্তি দেয় । সেই বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ জানায়, জেলাশাসক ও পুলিশ সুপারের কাছে 144 ধারা জারি করার আর্জি জানানো হয়েছে । 144 ধারা জারি না হলেও বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে বিশ্ববিদ্যালয় চত্বরে । রয়েছে কমব্যাট ফোর্স, সিভিক ভলান্টিয়ার । প্রস্তুত রাখা হয়েছে জলকামান । বিশ্বভারতীর নিজস্ব নিরাপত্তারক্ষীরাও রয়েছে ।