শান্তিনিকেতন, 29 জুলাই: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিনয়ভবনে শিক্ষাবিভাগের থেকে বিএড ও এমএড-এর মার্কশিট খোয়া গিয়েছে(Complaints about loss of M.ed and B.Ed mark sheets from Visva Bharati)৷ এই অভিযোগ তুলে শুক্রবার বিভাগীয় প্রধান ও অধ্যক্ষকে চিঠি দিল পড়ুয়াদের একাংশ ৷ এই ঘটনার প্রেক্ষিতে ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে বিনয় ভবনের শিক্ষাবিভাগের বিভাগীয় প্রধান বেনুধর চিনারাকে পদ থেকে অনির্দিষ্টকালের জন্য সরিয়ে দেয় বিশ্বভারতী কর্তৃপক্ষ ৷ তাঁর জায়গায় বিনয় ভবনের অধ্যক্ষকেই বিভাগীয় প্রধানের দায়িত্ব দেওয়া হল ৷
বিভাগীয় প্রধান ও অধ্যক্ষকে দেওয়া চিঠিতে পড়ুয়ারা জানায়, মার্কশিট আনতে গেলে 2 মাস ধরে ফিরিয়ে দেওয়া হচ্ছে ৷ নানান অজুহাত দেখিয়ে মার্কশিট দেওয়া হচ্ছে না । সম্ভবত তাদের মার্কশিট থেকে খোয়া গিয়েছে, তাই তাদের নানা বাহানায় বারবার ফিরিয়ে দেওয়া হচ্ছে । যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশে কোনও অভিযোগ দায়ের করেনি ৷
আরও পড়ুন :বিতর্কের জের, এমএড-এর মেধাতালিকা ওয়েবসাইট থেকে প্রত্যাহার করল বিশ্বভারতী