বোলপুর, 14 ডিসেম্বর: বারবার দল বিরোধী মন্তব্য়ের জের ! তুলে নেওয়া হল বিজেপির জাতীয় সম্পাদক অনুপম হাজরার নিরাপত্তা ৷ এর আগে তিনি ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পেতেন ৷ এই নিরোপত্তা দিত কেন্দ্রীয় সরকার। যদিও তাঁর নিরাপত্তা তুলে নেওয়ার অনুরোধ করেছিলেন অনুপম হাজরা নিজেই, এমনটাই জানা গিয়েছে। সোশাল মিডিয়ায় এমনটাই দাবি করেছেন তিনি। তারপরও অবশ্য জল্পনা থামছে না ৷ প্রসঙ্গত, বঙ্গ বিজেপির সঙ্গে বেশকিছু দিন ধরে দ্বন্দ্ব চলছিল অনুপম হাজরার ৷ এরপরই আচমকা তাঁর নিরাপত্তা প্রত্য়াহার করা হয় ৷
2019-এর লোকসভা নির্বাচনের পর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তৎকালীন বোলপুরের সাংসদ অনুপম হাজরা। তারপরেই তাঁকে নিরাপত্তা দিয়েছিল কেন্দ্রীয় সরকার। পরবর্তীতে অনুপম হাজরাকে বিজেপির জাতীয় সম্পাদক পদও দেওয়া হয় ৷ বর্তমানে দিলীপ ঘোষ, রাহুল সিনহার সঙ্গে পশ্চিমবঙ্গ থেকে তিনিও সর্বভারতীয় পদে রয়েছেন ৷ এযাবৎ তাঁকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হত ৷ সব সময় তাঁর নিরাপত্তার দায়িত্বে ছয়জন সিআইএসএফ জওয়ান থাকতেন ৷ সদ্য বঙ্গ বিজেপির বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছিল অনুপম হাজরাকে ৷ বিশেষ করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও রাজ্য সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তীর বিরুদ্ধে মুখ খুলতে দেখা গিয়েছিল অনুপম হাজরাকে ৷ এমনকি, তাঁর অভিযোগ ছিল সদ্য বাংলা সফরে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সভাতেও নাকি তাঁকে আমন্ত্রণ জানায়নি বঙ্গ বিজেপি। এছাড়া, 'চোর মুক্ত বিজেপি' চাই বলেও সরব হতে দেখা গিয়েছিল অনুপমকে ৷
এরপরেই দেখা গেল তাঁর নিরাপত্তা সরিয়ে নেওয়া হয়েছে ৷ অর্থাৎ, পদ থাকলেও নিরাপত্তা রইল না অনুপমের ৷ যদিও, সোশাল নেটওয়ার্ক সাইটে তিনি লিখেছেন, "সিকিউরিটি তুলে নেওয়া হল, নাকি নভেম্বর মাসে কোনও এক ঘটনার পরিপ্রেক্ষিতে সিকিউরিটি তুলে নিতে অনুরোধ করেছিলাম, সেটা ভালো করে জেনে খবর করা দরকার।"