বোলপুর, 17 অগস্ট: বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বোলপুরের বাড়িতে ফের হানা দিল সিবিআই (CBI at Anubrata House) ৷ তাঁর মেয়ে সুকন্যাকে জেরা করলেন তদন্তকারী অফিসারেরা (CBI interrogates Anubrata Mondal daughter) ৷ তবে শারীরিক অসুস্থতা ও মানসিকভাবে বিপর্যস্ত এই বলে জেরা এড়িয়ে যান সুকন্যা ৷ সিবিআই সূত্রে এমনটাই জানা গিয়েছে । মাত্র 10 মিনিট থেকে বেরিয়ে যান তদন্তকারী অফিসারেরা ৷
অনুব্রত মণ্ডলের একাধিক কোম্পানিতে নাম রয়েছে তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলের (Sukanya Mondal)। তাই এ দিন ফের বোলপুরের নীচুপট্টিতে অনুব্রতর বাড়িতে যান সিবিআই অফিসারেরা । মহিলা অফিসার-সহ 3 সদস্যের তদন্তকারী আধিকারিক যান অনুব্রতর বাড়িতে (CBI) ৷
জানা গিয়েছে, সিবিআই অফিসারকে সুকন্যা জানিয়েছেন, মাত্র দেড় বছর হল তাঁর মা মারা গিয়েছেন । এছাড়া, তাঁর শরীর ভালো নেই ৷ তাই তিনি কথা বলতে পারবেন না এই মুহূর্তে ৷ যদিও, সিবিআই অনুব্রতর বাড়িতে যাওয়ার আগেই তাঁর আইনজীবী সঞ্জীব দাঁ সেখানে চলে যান ৷ মাত্র 10 মিনিট থেকে অনুব্রতর বাড়ি থেকে বেরিয়ে যান তদন্তকারী অফিসারেরা ।