রামপুরহাট (বীরভূম), 2 ডিসেম্বর: বগটুই মোড়ে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) উপ-প্রধান ভাদু শেখ খুনে অন্যতম অভিযুক্ত সফি শেখ ওরফে সফিজুল শেখকে গ্রেফতার করল সিবিআই (CBI) । বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করেন সিবিআইয়ের গোয়েন্দারা ।
সিবিআই সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে বীরভূমের বগটুই গ্রাম থেকে সফি শেখ নামের ওই অভিযুক্তকে গ্রেফতার করেন গোয়েন্দারা ৷ ধৃত সফি শেখকে রামপুরহাট মহকুমা আদালতে (Rampurhat Court) তোলা হলে চার দিনের সিবিআই হেফাজোতের নির্দেশ দেন বিচারক ।
এখানে উল্লেখ করা প্রয়োজন, গত 21মার্চ রাত সাড়ে 8টা নাগাদ বীরভূমের রামপুরহাট বগটুই মোড়ে বোমা মেরে খুন করা হয় তৃণমূল নেতা তথা রামপুরহাট-1 ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান ভাদু শেখকে (Bhadu Sheikh Murder) । সেই খুনের ঘটনার পর বগটুই গ্রামে একাধিক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে ৷ মৃত্য় হয় 10 জনের (Bogtui Massacre) ৷ প্রথমে পুলিশ তদন্ত করলেও পরে আদালতের নির্দেশে দু’টি ঘটনারই তদন্ত শুরু করে সিবিআই ৷