রামপুরহাট, 2 নভেম্বর: তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) নেতা তথা বীরভূমের রামপুরহাট-1 ব্লকের বড়শাল পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ খুনের মুল অভিযুক্ত ফয়জুল খান ওরফে পলাশকে গ্রেফতার করল সিবিআই (CBI) ৷ গতকাল, মঙ্গলবার রাতে বগটুই গ্রাম থেকে পলাশকে গ্রেফতার করা হয় ৷ আজ তাকে রামপুরহাট মহকুমা আদালতে (Rampurhat Court) তোলা হবে ।
গত 21মার্চ রাত সাড়ে 8টা নাগাদ রামপুরহাট বগটুই মোড়ে বোমা মেরে খুন করা হয় তৃণমূল নেতা ভাদু শেখকে (Bhadu Sheikh Murder Case) । সেই খুনের ঘটনার পর বগটুই গ্রামে খুন অগ্নিসংযোগের ঘটনায় খুন হন 10 জন । দু’টি ঘটনারই তদন্ত করছে সিবিআই ৷ কয়েকদিন পরই ভাদু খুনের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সামনে আসে ।
সেই ফুটেজে দেখা যায়, ভাদু শেখ একটু স্কুটিতে বসে ফোনে কথা বলছেন । হঠাৎ দু’টি বাইকে চারজন দুষ্কৃতী আসে । চলন্ত বাইক থেকে একজন দুষ্কৃতী ভাদু শেখকে লক্ষ্য করে বোমা ছোড়ে । ভাদু শেখ মাটিতে লুটিয়ে পড়েন । একজন দুষ্কৃতী পিস্তল বের করে গুলি ছোড়ে । বেশ কয়েকটি বোমা মেরে সেখান থেকে দুষ্কৃতীরা চলে যায় ।