পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Amartya Sen Land Case: অমর্ত্য সেনের জমি মামলার শুনানি 30 মে, জারি থাকছে হাইকোর্টের স্থগিতাদেশ - হাইকোর্টের স্থগিতাদেশ

সিউড়ি জেলা আদালতে অমর্ত্য সেনের জমি মামলার শুনানি হবে আগামী 30 মে ৷ ফলে বিশ্বভারতীর উচ্ছেদের নির্দেশে কলকাতা হাইকোর্ট যে স্থগিতাদেশ দিয়েছে তাও অব্যাহত থাকবে ৷

Amartya Sen Land Case
অমর্ত্য সেন

By

Published : May 10, 2023, 1:12 PM IST

Updated : May 10, 2023, 6:48 PM IST

অমর্ত্য সেনের জমি মামলার শুনানি 30 মে

সিউড়ি, 10 মে: জেলা বিচারক না থাকায় নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের জমি সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি 30 মে হবে ৷ কলকাতা হাইকোর্টের নির্দেশে বুধবার সিউড়ি জেলা আদালতে অমর্ত্য সেন বনাম বিশ্বভারতী কর্তৃপক্ষের মামলার শুনানি ছিল ৷ ভারপ্রাপ্ত বিচারক সুদেষ্ণা দে চট্টোপাধ্যায় মামলার পরবর্তী শুনানির দিনের কথা জানান ৷ অর্থাৎ, অমর্ত্য সেনকে জমি খালি করার জন্য বিশ্বভারতী কর্তৃপক্ষ যে নির্দেশ দিয়েছে, তার উপর হাইকোর্টের স্থগিতাদেশই অব্যাহত থাকছে ।

ভারতরত্ন অমর্ত্য সেন 13 ডেসিম্যাল জমি দখল করে রেখেছেন ৷ এই অভিযোগ তুলে জমি ফেরত চেয়ে 3টি চিঠি দিয়েছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ । কিন্তু, প্রয়াত পিতা আশুতোষ সেনের উইল অনুযায়ী উত্তরাধিকার সূত্রে জমি তাঁরই বলে দাবি করেন অমর্ত্য সেন ৷ সেই মতো বোলপুর ভূমি ও ভূমি সংস্কার দফতর সম্পূর্ণ জমি (1.38 একর) অমর্ত্য সেনের নামেই রেকর্ড করে দেয় ৷ এরপরেই 6 মে দিন ধার্য করে অমর্ত্য সেনকে জমি খালি করার নির্দেশ দিয়ে শান্তিনিকেতনের 'প্রতীচী' বাড়িতে নোটিশ লাগিয়ে দেয় বিশ্বভারতী কর্তৃপক্ষ ।

এই মুহূর্তে বিদেশে রয়েছেন অধ্যপক সেন ৷ তাই তাঁর অনুপস্থিতিতে জমি বেদখল হয়ে যেতে পারে । এই মর্মে সিউড়ি জেলা আদালতের দ্বারস্থ হন তিনি ৷ 15 মে শুনানির দিন দিয়েছিল সিউড়ি আদালত ৷ তাই অমর্ত্য সেনের পক্ষে আইনজীবীরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন । হাইকোর্ট বিশ্বভারতীর নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করেছে । পাশাপাশি, 10 মে সিউড়ি জেলা আদালতের প্রধান বিচারককে এই মামলা শোনার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট । সেই মতো এ দিন মামলা ওঠে সিউড়ি আদালতে ৷ কিন্তু, প্রধান বিচারক সুরজিৎ মজুমদার আজ ছিলেন না ৷ ভারপ্রাপ্ত বিচারক সুদেষ্ণা দে চট্টোপাধ্যায় এই মামলার পরবর্তী দিন 30 মে ধার্য করেন ৷ দুই পক্ষের আইনজীবী তা মেনে নিয়েছেন ৷

এটি যেহেতু জমি সংক্রান্ত মামলা, তাই কাগজপত্র তৈরি করতে সময় লাগবে ৷ তবে মামলা চলাকালীন বিশ্বভারতী কর্তৃপক্ষ অমর্ত্য সেনের জমি খালি করার ক্ষেত্রে কোনও পদক্ষেপ করতে পারবে না ৷ হাইকোর্টের স্থগিতাদেশ বলবৎ রয়েছে ৷ সিউড়ি জেলা আদালতের সরকারি আইনজীবী মলয় মুখোপাধ্যায় বলেন, "যেহেতু হাইকোর্ট এই মামলা শোনার নির্দেশ ডিস্ট্রিক্ট জাজকে দিয়েছিলেন, তাই অন্য কেউ এই মামলা শুনতে পারবেন না ৷ তাই মামলার পরবর্তী শুনানি 30 মে ধার্য হয়েছে । দুপক্ষই সেটা মেনে নিয়েছে ৷ আর হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ জারি থাকবে ।"

আরও পড়ুন:অমর্ত্য সেনের জমি খালি করার নির্দেশের উপর স্থগিতাদেশ হাইকোর্টের

Last Updated : May 10, 2023, 6:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details