বোলপুর, 24 জুন: প্রণব মুখোপাধ্যায় (Pranab Mukherjee) ৷ ভারতীয় রাজনীতিতে এক মহিরুহের নাম ! তাঁর রাজনৈতিক জীবন কেমন ছিল ? রাজনীতির বাইরের মানুষটিই বা কেমন ছিলেন ? সেসবেরই হদিশ মিলবে 'প্রণব মুখার্জি, রাজনীতির ভেতর বাহির' শীর্ষক বইয়ের পাতায় পাতায় ৷ এই বইটির প্রথম খণ্ড প্রকাশিত হতে চলেছে ৷ পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও বইটি প্রকাশ করা হবে ৷ সাংবাদিক গৌতম লাহিড়ীর লেখা এই বই পাঠকমহলে ভালোই সাড়া ফেলবে বলে আশা প্রকাশকদের ৷
বীরভূমের কীর্ণাহারের মিরাটি গ্রামের মানুষ ছিলেন প্রণব মুখোপাধ্যায় ৷ তাঁকে বাদ দিয়ে ভারতের রাজনীতি অসম্পূর্ণ ৷ 1969 সালে প্রথম কংগ্রেসের টিকিটে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন প্রণব ৷ এরপর থেকেই তাঁর উত্থান শুরু হয় ৷ ভারতের শিল্পোন্নয়ন, বিদেশ, প্রতিরক্ষা, অর্থের মতো একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব সামলেছেন তিনি ৷ 2012 সালে ভারতের 13তম রাষ্ট্রপতি হন প্রণব ৷ তিনিই প্রথম বাঙালি, যিনি ভারতের প্রথম নাগরিক হওয়ার সম্মান অর্জন করেছেন ৷