পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বীরভূমে পরিত্যক্ত স্কুল থেকে বোমা উদ্ধার - বোমা উদ্ধার

বীরভূমের মাড়গ্রামের বসোয়া থেকে ফের উদ্ধার বোমা । ক্লাব, স্বাস্থ্য কেন্দ্রের পর এবার পরিত্যক্ত এক প্রাথমিক বিদ্যালয় থেকে উদ্ধার তাজা বোমা ৷ ঘটনাস্থানে মোতায়েন পুলিশ ।

বোমা

By

Published : Aug 30, 2019, 3:21 PM IST

Updated : Aug 30, 2019, 3:31 PM IST

মাড়গ্রাম, 30 অগাস্ট : বীরভূমের মাড়গ্রামের বসোয়া থেকে ফের উদ্ধার বোমা । ক্লাব, স্বাস্থ্য কেন্দ্রের পর এবার পরিত্যক্ত এক প্রাথমিক বিদ্যালয় থেকে উদ্ধার তাজা বোমা ৷ ঘটনাস্থানে মোতায়েন পুলিশ ।

দেখুন ভিডিয়ো

আরও পড়ুন : হালিশহরে উদ্ধার 6টি বোমা

আজ সকালে স্কুলের ঘর থেকে বোমা উদ্ধার করে পুলিশ ৷ দুটি প্লাস্টিকের ব্যাগে বোমাগুলি রাখা ছিল ৷ প্রায় তিরিশটি বোমা ছিল সেখানে ৷ এলাকার বাসিন্দারা বোমাগুলি দেখতে পেয়ে খবর দেন পুলিশকে ৷ তাঁরা এসে ঘিরে রাখে স্কুল ঘরটি ৷

রামপুরহাট মহকুমার দখলবাটি গ্রামের ঘিয়াগড়িয়া পাড়ার একটি বাড়ি থেকে বোমা উদ্ধার করে রামপুরহাট থানার পুলিশ । ঘটনায় আটক এক ভ্যান চালক ৷ তার নাম মাইজুল শেখ । তারই বাড়ি থেকে পাওয়া যায় বোমা ।

Last Updated : Aug 30, 2019, 3:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details