বোলপুর, 8 নভেম্বর : পদ্মশ্রী সম্মানে ভূষিত হলেন বোলপুরের চিকিৎসক সুশোভন বন্দ্যোপাধ্যায় ৷ মাত্র এক টাকা ‘ফি’ নিয়ে রোগীদের চিকিৎসা পরিষেবা দেন তিনি ৷ তাই বোলপুরের মানুষের কাছে ‘এক টাকার ডাক্তার’ নামেই পরিচিত সুশোভন ৷ সোমবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁর হাতে পদ্ম সম্মান তুলে দেন ৷
আরও পড়ুন :Padma Awards : গুণীজনদের হাতে পদ্ম সম্মান তুলে দিলেন রাষ্ট্রপতি
বোলপুরের হরগৌরীতলার বাসিন্দা সুশোভন বন্দ্যোপাধ্য়ায় ৷ বাড়িতেই চেম্বার রয়েছে তাঁর ৷ সেখানেই এক টাকার বিনিময়ে রোগী দেখেন ডাক্তারবাবু ৷ এমবিবিএস পাস করে ক্লিনিক্যাল প্যাথলজিতে ডিপ্লোমা করেন তিনি ৷ দীর্ঘদিন ধরেই বহু বিশিষ্ট ব্যক্তির চিকিৎসা করেছেন সুশোভন ৷ যাঁদের মধ্যে অন্যতম প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ৷ মুখোপাধ্য়ায় পরিবারের পারিবারিক চিকিৎসকও তিনি ৷ দীর্ঘ 57 বছর ধরে চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছেন সুশোভন ৷ দীর্ঘকাল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির সদস্যও (রাষ্ট্রপতি মনোনীত) ছিলেন তিনি ৷
আরও পড়ুন :পদ্ম-সম্মানেও রাজনীতি ! বিজেপির বিরুদ্ধে সরব বিরোধীরা
এদিন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বিশিষ্টরা ৷ চিকিৎসক সুশোভন বন্দ্যোপাধ্যায় পদ্মশ্রী সম্মানে ভূষিত হওয়ায় খুশির হাওয়া বোলপুর, শান্তিনিকেতনে ৷