নানুর, 13 জুন : BJP কর্মী দেখতে পেলেই মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে BJP ।
আজ সকালে নানুর রুটের বাসগুলোয় তল্লাশি চালায় তৃণমূল কর্মী-সমর্থকরা । অভিযোগ, বাসে BJP কর্মী-সমর্থকদের দেখতে পেলেই তাদের নামিয়ে বেধড়ক মারধর করা হয় । BJP নেতৃত্বের অভিযোগ, পুলিশের সামনেই কর্মী, সমর্থকদের মারধর করা হয় । অথচ পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে । এমন কী, চার চাকা, মোটর ভ্যানেও তল্লাশি চালায় দুষ্কৃতীরা ।
গতকাল বন্দরগ্রামে বোমাবাজির ঘটনায় পুলিশ এক BJP কর্মীকে আটক করে । ওই কর্মীকে ছেড়ে দেওয়ার দাবিতে দফায় দফায় পালিতপুরে রাস্তা অবরোধ করে BJP কর্মী-সমর্থকরা । বন্দরগ্রামের কাছেও পথ অবরোধ করা হয় । পুলিশ সেই অবরোধ তুলতে গেলে শুরু হয় বচসা । পুলিশকে বাঁশ, লাঠি নিয়ে তাড়া করে BJP কর্মীরা । নানুর থানার OC-সহ চার জন পুলিশকর্মী জখম হন।
পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত জেলা পুলিশ সুপার (বোলপুর) তন্ময় সরকার ও SDPO (বোলপুর) অভিষেক রায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকায় টহল দিয়ে 15টি বোমা উদ্ধার করে । আটক করা হয় 3 মহিলা-সহ 6 জনকে। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল ও BJP-র মধ্যে সংঘর্ষ শুরু হয় ।
জ্বালিয়ে দেওয়া হয় পিলখুণ্ডি গ্রামের BJP কার্যালয় । এই ঘটনার পর আজও বন্দরগ্রাম, শাকবাহা, পিলখুণ্ডিতে আতঙ্কের পরিবেশ । চলছে পুলিশি টহল ।