পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অনুব্রতর 'দাওয়াই' নকুলদানা, BJP প্রার্থী বিলি করলেন লাড্ডু - election campaign

আজ দুর্গামন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন BJP প্রার্থী রামপ্রসাদ দাস। নির্বাচনী প্রচারে বেরিয়ে আজ লাড্ডু বিতরণ করলেন BJP প্রার্থী।

laddu distribution

By

Published : Mar 27, 2019, 2:33 PM IST

বোলপুর, 27 মার্চ : নকুলদানা বিতরণের কথা বলেছিলেন অনুব্রত মণ্ডল। ইতিমধ্যে তা বিতরণ শুরু করে দিয়েছেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। কিছুটা একই পথে হাঁটল BJP। তবে, নকুলদানা নয়, তারা বিলি শুরু করল লাড্ডু। বোলপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী ঘোষণা হতেই আজ দুর্গামন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন প্রার্থী রামপ্রসাদ দাস। লাড্ডু বিতরণও করেন তিনি।

লাড্ডু খাওয়াচ্ছেন BJP প্রার্থী রামপ্রসাদ দাস, দেখুন ভিডিয়ো

এর আগে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলের নির্দেশে তৃণমূল কর্মীরা জল ও নকুলদানা বিতরণ করে প্রচার চালিয়ে যাচ্ছেন। তাই পালটা মাঠে নামল BJP। প্রচারে নেমে জনগণকে নিজে হাতে লাড্ডু খাওয়ালেন রামপ্রসাদ দাস।

ABOUT THE AUTHOR

...view details