বোলপুর, 29 এপ্রিল : বোলপুরের 66 নম্বর বুথে BJP-র এজেন্টকে বুথ থেকে টেনে বের করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । তাকে বেধড়ক মারধরও করা হয় । তৃণমূল কর্মীরা হুমকি দেয়, "BJP-কে ভোট দিলে পরে দেখে নেব ।" এরপর বচসা বাধে BJP ও তৃণমূলের মধ্যে । উত্তেজনা ছড়ালে এলাকায় নামে কমব্যাট ফোর্স । সেখানে আপাতত বন্ধ রয়েছে ভোটগ্রহণ ।
"BJP-কে ভোট দিলে দেখে নেব" - aushgram
বোলপুরের 66 নম্বর বুথে BJP-র এজেন্টকে বুথ থেকে টেনে বের করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ।
ঘটনাস্থানের ছবি
বোলপুর লোকসভা কেন্দ্রের আউশগ্রামে পিচকুড়ির উকতা গ্রামের 66 নম্বর বুথ । সকাল থেকে নির্বিঘ্নেই চলছিল ভোটগ্রহণ । বিকেলের দিকে BJP-র এক এজেন্টকে বুথ থেকে টেনে বের করে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে । এই পরিস্থিতি দেখে এলাকা ছেড়ে পালিয়ে যান ভোটাররা । সেখানে আপাতত মোতায়েন রয়েছে পুলিশের কমব্যাট ফোর্স ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ।