করোনার কড়াকড়িতে দুঃস্থদের জন্য মধ্যহ্নভোজ বীরভূম পুলিশের - দুঃস্থদের জন্য মধ্যহ্নভোজ সিউড়ি
দুঃস্থ মানুষজনের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়ে পরিষেবার সূচনা করেন জেলা পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী ৷
সিউড়ি, 18 মে : করোনা সংক্রান্ত কড়াকড়ি চলাকালীন যাতে দুঃস্থ মানুষদের খাদ্য সংকট না হয় তারজন্য উদ্যোগ নিল বীরভূম পুলিশ । সিউড়ি থানা থেকে শুরু হল এই মধ্যাহ্নভোজনের পরিষেবা । জেলা পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী দুঃস্থ মানুষজনের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়ে এই পরিষেবার সূচনা করেন ।
কোভিড সংক্রমণ রুখতে নতুন করে কার্যত লকডাউন ঘোষণা করা হয়েছে ৷ বন্ধ কলকারখানা থেকে শুরু করে দোকানপাট । 30 মে পর্যন্ত চলবে এই লকডাউন । এই সময়ে যাতে কোন দুঃস্থ মানুষ অনাহারে না থাকে সেদিক মাথায় রেখে বীরভূম পুলিশের তরফে নিত্য মধ্যাহ্নভোজনের আয়োজন করা হয়েছে । এদিন সিউড়ি থানা থেকে শুরু হল এই পরিষেবা । দুঃস্থ মানুষজনের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়ে পরিষেবার সূচনা করেন জেলা পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী । এছাড়াও, ছিলেন অন্যান্য পুলিশ আধিকারিকেরা । যত দিন এই বিধিনিষেধ চলবে এই পরিষেবা চালু থাকবে বলে জানান তিনি । পরবর্তীকালে বোলপুর ও রামপুরহাট থানাতেও এই ধরনের পরিষেবা চালু করার কথা ভাবা হচ্ছে ।