পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

করোনার কড়াকড়িতে দুঃস্থদের জন্য মধ্যহ্নভোজ বীরভূম পুলিশের - দুঃস্থদের জন্য মধ্যহ্নভোজ সিউড়ি

দুঃস্থ মানুষজনের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়ে পরিষেবার সূচনা করেন জেলা পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী ৷

দুঃস্থদের জন্য মধ্যহ্নভোজ সিউড়িতে
দুঃস্থদের জন্য মধ্যহ্নভোজ সিউড়িতে

By

Published : May 18, 2021, 5:47 PM IST

সিউড়ি, 18 মে : করোনা সংক্রান্ত কড়াকড়ি চলাকালীন যাতে দুঃস্থ মানুষদের খাদ্য সংকট না হয় তারজন্য উদ্যোগ নিল বীরভূম পুলিশ । সিউড়ি থানা থেকে শুরু হল এই মধ্যাহ্নভোজনের পরিষেবা । জেলা পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী দুঃস্থ মানুষজনের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়ে এই পরিষেবার সূচনা করেন ।

কোভিড সংক্রমণ রুখতে নতুন করে কার্যত লকডাউন ঘোষণা করা হয়েছে ৷ বন্ধ কলকারখানা থেকে শুরু করে দোকানপাট । 30 মে পর্যন্ত চলবে এই লকডাউন । এই সময়ে যাতে কোন দুঃস্থ মানুষ অনাহারে না থাকে সেদিক মাথায় রেখে বীরভূম পুলিশের তরফে নিত্য মধ্যাহ্নভোজনের আয়োজন করা হয়েছে । এদিন সিউড়ি থানা থেকে শুরু হল এই পরিষেবা । দুঃস্থ মানুষজনের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়ে পরিষেবার সূচনা করেন জেলা পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী । এছাড়াও, ছিলেন অন্যান্য পুলিশ আধিকারিকেরা । যত দিন এই বিধিনিষেধ চলবে এই পরিষেবা চালু থাকবে বলে জানান তিনি । পরবর্তীকালে বোলপুর ও রামপুরহাট থানাতেও এই ধরনের পরিষেবা চালু করার কথা ভাবা হচ্ছে ।

দুঃস্থদের জন্য মধ্যহ্নভোজ সিউড়িতে
জেলা পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী বলেন, "এই পরিস্থিতি কোন দিন দেখিনি। মানুষের যাতে কোন সমস্যা না হয় তারজন্য আমরা এই পরিষেবা চালু করেছি। যতদিন লকডাউন চলবে ততদিন আমরা খাবার দিয়ে যাব।"

ABOUT THE AUTHOR

...view details