বোলপুর, 19 জানুয়ারি: "কংগ্রেসের পেট থেকেই তৃণমূলের জন্ম ! আর তাদের দাইমা হল আরএসএস !" বৃহস্পতিবার বীরভূমের বোলপুরে আয়োজিত একটি পথসভার মঞ্চ থেকেই এভাবেই তৃণমূল কংগ্রেস, কংগ্রেস ও আরএসএসকে একযোগে আক্রমণ করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Bose Criticized TMC) ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের সদ্য ঘোষিত 'মেধাশ্রী' প্রকল্প নিয়েও তাঁর গলায় শোনা গেল সমালোচনার সুর ৷ উল্লেখ্য, এদিন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর একাধিক পদক্ষেপের বিরোধিতায় পথে নামে বামফ্রন্ট ৷ বিমান বসুর নেতৃত্বে শহরে মিছিল করেন বাম নেতা ও কর্মীরা ৷ পরে কবিগুরু হস্তশিল্প মার্কেটে একটি পথসভা করেন তাঁরা ৷ সেই মঞ্চেও প্রধান বক্তা ছিলেন বিমান ৷
উল্লেখ্য, সম্প্রতি বিশ্বভারতীর সাত পড়ুয়াকে সাসপেন্ড করা হয় ৷ পড়ুয়াদের পাশে থাকায় বরখাস্ত করা হয় এক অধ্যাপককেও ৷ এরই প্রতিবাদে এদিন পথে নেমে প্রতিবাদ দেখান বামেরা ৷ বিমান বসু ছাড়াও এদিনের এই কর্মসূচিতে যোগ দেন তন্ময় ভট্টাচার্য, স্বপন বন্দ্যোপাধ্যায়, রামচন্দ্র ডোম, নরেন চট্টোপাধ্যায় প্রমুখ ৷ শান্তিনিকেতন রোড ধরে মিছিল এগিয়ে চলে ৷ মিছিল শেষে পথসভার মঞ্চ থেকে বিমান বসু-সহ অন্যরা বিশ্বভারতীর উপাচার্য-সহ কেন্দ্রীয় সরকারের শিক্ষানীতির তীব্র সমালোচনা করেন ৷ তাঁদের বক্তব্য, বিশ্বভারতীর বর্তমান উপাচার্য আরএসএসের মাধ্যমে পরিচালিত হন ৷ আর সেই কারণেই তিনি নানা ইস্যুতে ছাত্র ও অধ্যাপকদের কাঠগড়ায় তোলেন ৷