বোলপুর, 23 এপ্রিল : কাল বোলপুরে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায় । গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে দলের কর্মীদের নিয়ে একটি ভার্চুয়াল সভা করবেন । পরে তারাপীঠ মন্দিরে পুজো দেবেন । এখনও পর্যন্ত এমনটাই ঠিক হয়ে রয়েছে । ইতিমধ্যে করোনা পরিস্থিতির জন্য মমতা-অভিষেকের 7 টি সভা বাতিল হয়েছে।
এদিন বোলপুর ডাকবাংলো মাঠে জনসভা করার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের । কিন্তু, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সমস্ত রকমের মিছিল রোড শো-এ নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন । এমনকি, 500 জনের বেশি মানুষজনকে নিয়ে সভা করা যাবে না, এমনটাও জানিয়ে দিয়েছে কমিশন ।
এর পরেই বাতিল হয়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা । অনুব্রত মণ্ডল জানিয়েছেন, মমতা-অভিষেকের 7 টি সভা বাতিল করা হয়েছে। তবে ভার্চুয়ালি জনসভা করছেন মমতা । কাল বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে দলীয় কর্মীদের নিয়ে ভার্চুয়ালি জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় । দুপুর 12:30 থেকে শুরু হবে এই সভা । সভা শেষে তারাপীঠ যাবেন তিনি ।