পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

এনকাউন্টার মন্তব্যে বিজেপির জেলা সভাপতিকে শোকজ করল কমিশন

রবিবার বিকেলে নানুর বিধানসভা বিজেপি প্রার্থী তারকেশ্বর সাহার সমর্থনে বাসাপাড়া একটি পথসভা ছিল । সেখানে উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য অনুপম হাজরা, জেলা সভাপতি ধ্রুব সাহা প্রমুখ ।

bjp leader dhruba saha on encounter remarks
bjp leader dhruba saha on encounter remarks

By

Published : Apr 5, 2021, 6:53 PM IST

নানুর, 5 এপ্রিল : এবার বিজেপি জেলা সভাপতিকে শোকজ করল নির্বাচন কমিশন । 24 ঘণ্টার মধ্যে তাঁকে শোকজের উত্তর দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে । গতকাল নানুরের বাসাপাড়ায় একটি পথসভা থেকে বিতর্কিত মন্তব্য করেন তিনি ৷ বলেন, "দুই তারিখের পর উত্তরপ্রদেশের মত এনকাউন্টার করা হবে ৷" বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ করে তৃণমূল ।

রবিবার বিকেলে নানুর বিধানসভা বিজেপি প্রার্থী তারকেশ্বর সাহার সমর্থনে বাসাপাড়া একটি পথসভা ছিল । সেখানে উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য অনুপম হাজরা, জেলা সভাপতি ধ্রুব সাহা প্রমুখ । পথসভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি জেলা সভাপতি বলেন, "উত্তরপ্রদেশে যেমন এনকাউন্টার হচ্ছে 2 তারিখের পর এখানেও হবে ।" 2 তারিখের পর এখানকার তৃণমূল নেতাদের কুকুরের মত তাড়িয়ে তাড়িয়ে মারা হবে । পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করবে ।" এই মন্তব্য নিয়ে রীতিমতো বিতর্ক তৈরি হয়েছে ।

এনকাউন্টার মন্তব্যে বিজেপির জেলা সভাপতিকে শোকজ করল কমিশন

আরও পড়ুন : 2 তারিখের পর উত্তরপ্রদেশের মতো এনকাউন্টার হবে, বললেন বিজেপি জেলা সভাপতি

প্রসঙ্গত, এর আগে এই বাসাপাড়াতে দাঁড়িয়ে এক পথসভায় তৃণমূল নেতা শেখ আলম বলেছিলেন, "30 শতাংশ মুসলিম ভারতবর্ষে আছে । তারা চাইলে চারটে পাকিস্তান তৈরি করতে পারে ।" এই মন্তব্য নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল । তারই প্রেক্ষিতে বাসাপাড়ার পথসভা থেকে 'এনকাউন্টার'-এর করার নিদান দেন বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা । বিষয়টি নিয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল । কমিশনের তরফে আজ বিজেপি জেলা সভাপতিকে শোকজ করা হয় । 24 ঘণ্টার মধ্যে শোকজের উত্তর দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন ।

এই বিষয়ে নানুরের তৃণমূল নেতা করিম খান বলেন, "ধ্রুব সাহা অশিক্ষিত লোক ৷ তাই এনকাউন্টারের মতো কথা বলেছে । ওদের লোকজন নেই, তাই এসব কথা বলে ।"

ABOUT THE AUTHOR

...view details