তারাপীঠ, 24 এপ্রিল : বীরভূমে নির্বাচনী প্রচারে গিয়ে তারাপীঠে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ৷ বোলপুরে ভার্চুয়াল সভা শেষ করে তারাপীঠে পুজো দেন তিনি ৷ পা ভাঙা থাকায় হুইল চেয়ারে করেই মন্দিরে প্রবেশ করেন তিনি ৷ তারপর সেখানে বসেই মা তারার পুজো দেন তৃণমূল নেত্রী ৷
আজ বোলপুরে কর্মিসভা থেকে নির্বাচন কমিশন নিযুক্ত পুলিশ পর্যবেক্ষক এবং ডিএম ও এসপিদের বিরুদ্ধে বিজেপির তাঁবেদারির অভিযোগ করেন মমতা বন্দ্য়োপাধ্যায় ৷ যেখানে কমিশনের আধিকারিকদের হোয়াটঅ্যাপ গ্রুপের কথোপকথোন তুলে ধরেন তিনি ৷ সেই সঙ্গে অভিযোগ করেন, পরিকল্পিতভাবে ভোটের আগে তৃণমূলের নেতা ও কর্মীদের গ্রেফতার করা হচ্ছে ৷ নির্বাচনকে নিরপেক্ষভাবে করতে তিনি ভোটের পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন তৃণমূল নেত্রী ৷