পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বীরভূমে কর্মিসভা শেষে তারাপীঠে পুজো দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

আজ বোলপুরে কর্মিসভা থেকে নির্বাচন কমিশন নিযুক্ত পুলিশ পর্যবেক্ষক এবং ডিএম ও এসপিদের বিরুদ্ধে বিজেপির তাঁবেদারির অভিযোগ করেন মমতা বন্দ্য়োপাধ্যায় ৷ যেখানে কমিশনের আধিকারিকদের হোয়াটঅ্যাপ গ্রুপের কথোপকথোন তুলে ধরেন তিনি ৷

bengal election 2021 Chief Minister Mamata Banerjee prayers to tara maa at Tarapith during election campaign in Birbhum
বীরভূমে কর্মিসভা শেষে তারাপীঠে পুজো দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

By

Published : Apr 24, 2021, 6:40 PM IST

তারাপীঠ, 24 এপ্রিল : বীরভূমে নির্বাচনী প্রচারে গিয়ে তারাপীঠে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ৷ বোলপুরে ভার্চুয়াল সভা শেষ করে তারাপীঠে পুজো দেন তিনি ৷ পা ভাঙা থাকায় হুইল চেয়ারে করেই মন্দিরে প্রবেশ করেন তিনি ৷ তারপর সেখানে বসেই মা তারার পুজো দেন তৃণমূল নেত্রী ৷

আজ বোলপুরে কর্মিসভা থেকে নির্বাচন কমিশন নিযুক্ত পুলিশ পর্যবেক্ষক এবং ডিএম ও এসপিদের বিরুদ্ধে বিজেপির তাঁবেদারির অভিযোগ করেন মমতা বন্দ্য়োপাধ্যায় ৷ যেখানে কমিশনের আধিকারিকদের হোয়াটঅ্যাপ গ্রুপের কথোপকথোন তুলে ধরেন তিনি ৷ সেই সঙ্গে অভিযোগ করেন, পরিকল্পিতভাবে ভোটের আগে তৃণমূলের নেতা ও কর্মীদের গ্রেফতার করা হচ্ছে ৷ নির্বাচনকে নিরপেক্ষভাবে করতে তিনি ভোটের পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন তৃণমূল নেত্রী ৷

আরও পড়ুন : অক্সিজানের ঘাটতি মেটাতে ব্যবস্থা স্বাস্থ্য দফতরের, জানালেন মুখ্যমন্ত্রী

এদিন মুখ্যমন্ত্রী প্রায় 15 মিনিট মন্দিরে ছিলেন ৷ এ নিয়ে মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্য়ায় বলেন, ‘‘রাজ্যের মানুষের ভালো চেয়ে, যাতে তাঁরা ভালো থাকেন, সুস্থ থাকেন মায়ের কাছে সেই প্রার্থনা করেছেন মুখ্যমন্ত্রী ৷’’

ABOUT THE AUTHOR

...view details