রামপুরহাট, 2 মার্চ: অনুব্রত মণ্ডলের গড়ে জেলে বসেই জয়ী সিপিআইএম প্রার্থী (Bengal civic polls 2022) ৷ রামপুরহাট পৌরসভায় 17 নম্বর ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী সঞ্জীব মল্লিক 153 ভোটে জয়লাভ করেছেন (only one cpim candidate wins) ৷ জেলার 5টি পৌরসভার মধ্যে এই একটি মাত্র ওয়ার্ডে খাতা খুলেছেন বিরোধী প্রার্থী (Rampurhat municipal elections) ৷
বীরভূম জেলায় 5টি পৌরসভাতেই ঘাসফুলের জয়জয়কার । সব পৌরসভার সব ওয়ার্ডেই জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থীরা ৷ শুধুমাত্র রামপুরহাট পৌরসভার 17 নম্বর ওয়ার্ডে জয়ী সিপিআইএম প্রার্থী ৷ বিজেপি কার্যত নিশ্চিহ্ন এই জেলায় ৷
আরও পড়ুন:Bengal Civic Polls Result 2022 :কোচবিহারে ছয়ে ছয় তৃণমূল, বিজেপি শূন্য