শান্তিনিকেতন, 9 অগাস্ট : শান্তিনিকেতন থানার এক পুলিশ অফিসার কোরোনায় আক্রান্ত । এরপরই আজ পুরো থানা স্যানিটাইজ় করা হয় । আগামীকাল থানার প্রত্যেক পুলিশ কর্মীর লালারস পরীক্ষা করা হবে বলে জানা গেছে ।
কোরোনার থাবা শান্তিনিকেতন থানায়, আক্রান্ত এক পুলিশ অফিসার - police
শান্তিনিকেতন ASI কোরোনায় আক্রান্ত ৷ তিনি বোলপুর কোরোনা হাসপাতালে ভরতি রয়েছেন ৷
ছবি
শান্তিনিকেতন থানার ওই ASI বোলপুরের কোরোনা হাসপাতালে কর্মরত ছিলেন । গতকাল রাতে তাঁর লালারস পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে । এরপরেই তাঁকে বোলপুর কোরোনা হাসপাতালে ভরতি করা হয় । ঘটনার পরই ক্লোরিন জল দিয়ে ধুয়ে দেওয়া হয় পুরো থানা চত্বর।