বোলপুর, 29 মে : লোকসভা ভোটের আগেই তৃণমূল থেকে BJP-তে যোগ দিয়েছিলেন বেশ কয়েকজন । আর ভোটের ফলপ্রকাশের পর পরই BJP-তে যোগদানের হিড়িক পড়ে গিয়েছে । যোগ দিয়েছেন তিন বিধায়ক ও একাধিক কাউন্সিলর । এরই মধ্যে মুনমুন সেন ও তাঁর মেয়ে রিয়া সেনের সঙ্গে ছবি পোস্ট করে অনুপম হাজরা ফেসবুকে লিখলেন, BJP-র জন্য আরও ভালো খবর অপেক্ষা করছে । অনেকেই যখন এই পোস্টের ইঙ্গিত বোঝার চেষ্টা করছেন তখনই তা ডিলিট করে দেন অনুপমবাবু । তবে তার বেশ কয়েক ঘণ্টা পর আরও একটি পোস্ট করেন তিনি ।
তাঁর দ্বিতীয় পোস্টটিতে অনুপম হাজরা লেখেন, কমপক্ষে দুই প্রাক্তন সাংসদ, সাত বিধায়ক, 30 তৃণমূল কাউন্সিলর ও টলিউডের 6 সেলেব্রিটি আগামী এক মাসের মধ্যে BJP-তে যোগ দেবেন ।