শান্তিনিকেতন, 27 জানুয়ারি : বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে ‘পাগলা ভিসি’ বলে কটাক্ষ করলেন অনুব্রত মণ্ডল ৷ সঙ্গে বলেন, ‘‘শুকনো নেশা করে কি না জানতে হবে ৷’’
পৌষমেলার মাঠে প্রাচীর দেওয়ার ঘটনার সময় থেকেই বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে একাধিকবার কটাক্ষ ও আক্রমণ করেছেন অনুব্রত মণ্ডল। এদিন তারই পুনরাবৃত্তি ঘটল৷
প্রসঙ্গত, এদিন দমকল বিভাগের সামনে একটি জায়গায় বিশ্বভারতীর প্রাচীর নির্মাণ বন্ধ করে দেন স্থানীয় ব্যবসায়ীরা। এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে অনুব্রতবাবু বলেন, "পূর্ত বিভাগের জায়গা একদিকে, বিশ্বভারতীর জায়গা আর একদিকে। দেখতে হবে 4 ফুট ছেড়ে পাঁচিল দিচ্ছে কি না৷"
আরও পড়ুন :শাহর সফরের আগের দিনই সাংসদ, বিধায়কদের জরুরি বৈঠকে মমতা
তার পরই তিনি বলেন, "পাগলা ভিসি (উপাচার্য)। কখন কী বলে নিজেও জানে না। শুকনো নেশা করে কি না সেটাও জানতে হবে।"