পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'উপযুক্ত শাস্তি', হায়দরাবাদ এনকাউন্টার নিয়ে মন্তব্য অনুব্রতর

হায়দরাবাদ ধর্ষণে এনকাউন্টার প্রসঙ্গে সমর্থনের সুর বীরভূম জেলা সভাপতির গলায় ৷

By

Published : Dec 8, 2019, 2:42 AM IST

Updated : Dec 8, 2019, 2:56 AM IST

Anubrata Mandal
অনুব্রত মণ্ডল

সাঁইথিয়া, 8 ডিসেম্বর : দলনেত্রীর উলটো সুর অনুব্রত মণ্ডলের গলায়? হায়দরাবাদ ধর্ষণে অভিযুক্তদের এনকাউন্টার নিয়ে প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, " দ্রুত চার্জশিট দিয়েই অভিযুক্তদের শাস্তি হওয়া উচিত ছিল ।" কিন্তু শুক্রবার সাঁইথিয়ার বনগ্রাম পঞ্চায়েতের তিলপাড়ায় তৃণমূলের কর্মিসভায় খানিকটা অন্য সুর শোনা গেল বীরভূম জেলা তৃণমূল সভাপতির গলায় ।

তৃণমূলের কর্মিসভার পর অনুব্রত মণ্ডল হায়দরাবাদের পুলিশ এনকাউন্টার নিয়ে মুখ খোলেন ৷ তাঁর কথায়, "অরিজিনাল এরাই যদি দোষী হয়, তাহলে শাস্তিটা ভালো হয়েছে । খুব উপযুক্ত শাস্তি । 100 শতাংশ সমর্থন করছি ।"

দেখুন ভিডিয়ো

এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মত প্রসঙ্গে তিনি বলেন, "ওটা রাজ্যের ব্যাপার, হায়দরাবাদটা হচ্ছে অল ইন্ডিয়ার ব্যাপার ৷ অল ইন্ডিয়ার ব্যাপারে যা বলেন, মুখ্যমন্ত্রী বলেন । সেখানে মমতা ব্যানার্জি তাঁর ব্যক্তিগত মত বলবেন । আমার ব্যক্তিগত মত হচ্ছে, ওরাই যদি দোষী হয় তাহলে ভালো করেছে ।" এই সভাতেই শুক্রবার BJP ছেড়ে প্রায় দু' হাজার কর্মী তৃণমূলে যোগদান করেছে বলে দাবি করে তৃণমূল ।

Last Updated : Dec 8, 2019, 2:56 AM IST

ABOUT THE AUTHOR

...view details