পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Demanding Online Exam : সিলেবাস শেষ হয়নি তাই অফলাইনে পরীক্ষা দেব; এই দাবিতে বিক্ষোভ বোলপুর পূর্ণিদেবী কলেজে

"অনলাইনে নয় আমরা পরীক্ষা দেব অফলাইনে" এমনটাই স্লোগান তুলে বোলপুরের পূর্ণিদেবী চৌধুরী মহিলা মহাবিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রীরা (Agitation on Demanding Online Exam) ৷ সম্পূর্ণ পাঠ্যক্রমই যখন শেষ হয়নি, কেন আমরা অফলাইনে পরীক্ষা দেব ৷

student agitation
বিক্ষোভ বোলপুর পূর্ণিদেবী কলেজে

By

Published : May 17, 2022, 8:59 PM IST

বোলপুর, 17 মে : অনলাইনে পরীক্ষার দাবিতে উত্তাল বোলপুরের পূর্ণিদেবী চৌধুরী মহাবিদ্যালয় (Agitation on Demanding Online Exam) । সকাল থেকে অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ দেখান ছাত্রীরা ৷

তাঁদের দাবি, পাঠ্যক্রম সম্পূর্ণ শেষ না হওয়ায় অনলাইনে পরীক্ষা নিতে হবে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আওতাধীন সমস্ত কলেজে স্নাতক স্তরে পরীক্ষা ঘোষণা করা হয়েছে। সেই মতো বীরভূম জেলার একমাত্র মহিলা মহাবিদ্যালয়ে পরীক্ষা সূচি ঘোষিত হয় ৷ অফলাইনে পরীক্ষার বিরুদ্ধে সোমবার সকাল থেকে বিক্ষোভ শুরু করেন পূর্ণিদেবী চৌধুরী মহিলা মহাবিদ্যালয়ের ছাত্রীরা ৷ অধ্যক্ষ-সহ অন্যান্য শিক্ষিক-শিক্ষিকাদের ঘেরাও করে শুরু হয় বিক্ষোভ।

বোলপুরের পূর্ণিদেবী চৌধুরী মহিলা মহাবিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রীরা

আরও পড়ুন :অনলাইন পরীক্ষার দাবিতে অনড় আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা

প্রথমে রাস্তার সামনে বিক্ষোভ দেখানোর পর প্রিন্সিপালের দফতরের বাইরে বিক্ষোভ দেখানো হয়। দরজায় ধাক্কাধাক্কির জেরে উত্তেজনা ছড়ায়। পড়ুয়াদের অভিযোগ, ক্লাস না হওয়ায় সম্পূর্ণ পাঠ্যক্রম শেষ হয়নি ৷ তাই এবার অনলাইনে পরীক্ষা নিতে হবে ৷ ছাত্রীরা জানান, আগেই এই দাবিতে কলেজের অধ্যক্ষকে ডেপুটেশন দিয়েছিলেন তাঁরা ৷ তারপরও অফলাইনে পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে ৷ এদিন ছাত্রীদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে মহিলা মহাবিদ্যালয়। কলেজের অধ্যক্ষ সুনীল বরণ মণ্ডল বলেন, "ছাত্রীরা অনলাইনে পরীক্ষা চাইছেন ৷ কিন্তু, এটা তো আমার সিদ্ধান্ত নয় ৷ ইউনিভার্সিটি বোর্ডের সিদ্ধান্ত। আমি তাও ছাত্রীদের সঙ্গে কথা বলে দেখছি, ওনাদের বোঝানো যায় কি না।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details