পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সিউড়ি আদালত থেকে পালাল অভিযুক্ত, পরে গ্রেপ্তার - Birbhum

পুলিশের হাত থেকে আদালত চত্বর থেকে পালিয়ে গেল অভিযুক্ত । পরে ফের তাকে ধরে ফেলে পুলিশ ।

Accused young is runaway from police custody
পুলিশের নাগাল গলে পলাতক অভিযুক্ত

By

Published : Feb 26, 2020, 10:43 PM IST

সিউড়ি, 26 ফেব্রুয়ারি: সিউড়ি জেলা আদালত চত্বর থেকে পালাল অভিযুক্ত । পরে বছর পঁচিশের যুবক সজল চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয় ।

মঙ্গলবার রাতে হাটজন বাজার কলোনি থেকে সজলকে বেআইনি মাদক বিক্রির সময় হাতেনাতে ধরে সিউড়ি থানার পুলিশ । তাকে বুধবার সিউড়ি জেলা আদালতের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা বিচারকের এজলাসে তোলার জন্য অন্য ধৃতের সঙ্গে নিয়ে রওনা দেয় পুলিশ । আদালতে পৌঁছানোর পর এজলাসের সামনে থেকেই হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যায় সে।

তার খোঁজে শুরু হয় তল্লাশি। পুলিশ কর্মী মির আলম হোসেন অভিযুক্তর পিছনে মোটরসাইকেল নিয়ে তাড়া করেন । ততক্ষণে তিন কিলোমিটার দূরে শহরের বাইরে ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাসে পৌঁছে গেছে অভিযুক্ত। ফের সেখান থেকে কলেজ পড়ুয়াদের সহায়তায় তাকে ধরে ফেলে পুলিশ ।

এই ঘটনা প্রসঙ্গে সরকারি আইনজীবী মলয় মুখোপাধ্যায় বলেন, "পুলিশি ব্যবস্থার শিথিলতার কারণে এই ঘটনা ঘটেছে । তবে তাকে 3 কিলোমিটার দূর থেকে পুলিশ ফের ধরে নিয়ে এসে আদালতে হাজির করেছে ।" পালিয়ে যাওয়ার জন্য ওই অভিযুক্তের বিরুদ্ধে পৃথক মামলা রুজু করা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details