তারাপীঠ, 11 অগস্ট : মারের ভয়ে চারতলা থেকে ঝাঁপ দিয়েছিলেন ৷ কিন্তু তাতেও রেহাই মিলল না ৷ অত উঁচু থেকে নিচে পড়ার পর হাসপাতালে না নিয়ে গিয়ে চোর সন্দেহে বেঁধে রেখে গণধোলাই দিল এলাকাবাসী ৷ বীরভূমের তারাপীঠে এমনই অমানবিক ছবি দেখা গিয়েছে ৷
জানা গিয়েছে, বুধবার বিকেলে তারাপীঠের একটি হোটেলে ঢুকে পড়ে এক যুবক । চোর সন্দেহে তাঁকে ঘিরে ফেলেন হোটেল কর্মীরা । ভয়ে পালাতে গিয়ে চারতলা থেকে ঝাঁপ দেয় ওই যুবক । গুরুতর জখম অবস্থায় নর্দমার মধ্যে পড়েছিলেন তিনি ৷ মাথার পিছনে আঘাত রয়েছে ৷ পায়ের আঙুলও জখম হয়েছে ৷ স্থানীয়রা তা দেখে চোর সন্দেহে তাঁকে ঘিরে ধরে । গুরুতর জখম ওই যুবককে হাসপাতাল না নিয়ে গিয়ে, চোর সন্দেহে হাত পা বেঁধে ফেলে রাখে এলাকার লোকজন । চলে উত্তম মধ্যম ৷