পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নানুরের সাঁতরা গ্রামে উদ্ধার 50টি তাজা বোমা - নানুরের সাঁতরা গ্রামে উদ্ধার 50টি তাজা বোমা

সাঁতরা গ্রাম থেকে উদ্ধার হল 50টি তাজা বোমা । ঘটনাস্থানে গিয়ে বোমাগুলি নিষ্ক্রিয় করে CID-র বম স্কয়্যাড ৷

তাজা বোমা

By

Published : Sep 13, 2019, 1:44 PM IST

নানুর, 13 সেপ্টেম্বর : BJP কর্মীর মৃত্যু ঘিরে কয়েকদিন ধরেই উত্তপ্ত নানুর ৷ এর মাঝেই সেখানকার সাঁতরা গ্রাম থেকে উদ্ধার হল 50টি তাজা বোমা । ঘটনাস্থানে গিয়ে বোমাগুলি নিষ্ক্রিয় করে CID-র বম স্কয়্যাড ৷

সোর্স মারফত খবর পেয়ে আজ গ্রামের একটি পরিত্যক্ত পোল্ট্রি ফার্ম থেকে দু'টি ড্রাম ভরতি তাজা বোমা উদ্ধার করে পুলিশ । খবর দেওয়া হয় CID-র বম স্কয়্যাডকে ৷ তারা এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে ৷

কয়েকদিন আগেই নানুরের রামকৃষ্ণপুর গ্রামে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় BJP কর্মী স্বরূপ গড়াইয়ের । এই ঘটনায় তৃণমূল পরিচালিত জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ কেরিম খান সহ 11 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় । ঘটনার পর থেকেই পুলিশের খাতায় ফেরার কেরিম খান । যদিও, অনুব্রত মণ্ডলের সঙ্গে জেলা কমিটির বৈঠকে তাঁকে দেখা গেছে । আর তিনি যে গ্রামের বাসিন্দা সেখান থেকেই আজ উদ্ধার হল তাজা বোমা ৷

ABOUT THE AUTHOR

...view details