পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নিরাপত্তায় বাড়তি নজর বীরভূমে, বসানো হল 2000 টি CCTV - শান্তিনিকেতনের খবর

বীরভূমের বোলপুর, সিউড়ি, রামপুরহাট, সাঁইথিয়া, নলহাটি, লাভপুর, দুবরাজপুর, খয়রাশোল প্রভৃতি জায়গার রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে CCTV ক্যামেরা বসানো হয়েছে ।

Birbhum
নিরাপত্তায় বাড়তি নজর বীরভূমে

By

Published : Aug 8, 2020, 9:02 PM IST

বীরভূম, 8 অগাস্ট : নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বীরভূম জেলা জুড়ে নজরদারির জন্য বসানো হল প্রায় দু'হাজার CCTV ক্যামেরা । শান্তিনিকেতনে বিভিন্ন বিশিষ্ট মানুষজনের বাড়ির সামনে প্রায় 32 টি CCTV ক্যামেরা বসানো হয়েছে । জেলাজুড়ে আরও CCTV ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে বীরভূম জেলা পুলিশ ।

চুরি-ছিনতাই, পকেটমারি, বেআইনি কার্যকলাপ, দুর্ঘটনা, বেপরোয়া গাড়ি চালানো প্রভৃতির ওপর নজরদারি চালাতে বীরভূম জেলা জুড়ে প্রায় দু'হাজারটি CCTV ক্যামেরা বসানো হল । উল্লেখ্য, শান্তিনিকেতনে ঐতিহ্যবাহী বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ছাড়াও বহু বিশিষ্ট মানুষজনের বাড়ি রয়েছে । এখানে রয়েছে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, প্রখ্যাত শিল্পী যোগেন চৌধুরী, প্রয়াত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়, লোকসভার প্রাক্তন অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায় থেকে শুরু করে বহু বিচারপতির বাড়ি । এই সকল বিশিষ্ট মানুষজনের বাড়ির সামনে রাস্তায় বসানো হল CCTV ক্যামেরা । শান্তিনিকেতন জুড়ে প্রায় 32 টি CCTV ক্যামেরা বসানো হয়েছে ।

একইভাবে বীরভূমের বোলপুর, সিউড়ি, রামপুরহাট, সাঁইথিয়া, নলহাটি, লাভপুর, দুবরাজপুর, খয়রাশোল প্রভৃতি জায়গার রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে CCTV ক্যামেরা বসানো হয়েছে । এছাড়া বীরভূম জেলায় ঢোকার সীমানাগুলিতেও নজরদারির জন্য বসানো হয়েছে CCTV ক্যামেরা । জেলা পুলিশের তরফে এই ক্যামেরাগুলির মাধ্যমে চালানো হচ্ছে নজরদারি । যদিও, এর আগেও বীরভূমের বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরা ছিল । এবার নতুন করে আরও দু'হাজারটি CCTV ক্যামেরা বসানো হয়েছে ।

জেলা পুলিশ সুপার শ্যাম সিং বলেন, "নিরাপত্তার জন্য ক্যামেরাগুলো বসানো হয়েছে। ভবিষ্যতে আরও ক্যামেরা বসানোর পরিকল্পনা রয়েছে।"

ABOUT THE AUTHOR

...view details