পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Rampurhat Massacre : ভাদু খুনে গ্রেফতার আরও 2, তালা ভেঙে নিহত উপপ্রধানের ঘনিষ্ঠ লালন শেখের বাড়িতে সিবিআই - ভাদু শেখ খুনে আরও দু-জন গ্রেফতার

21 মার্চ বগটুই গ্রামে বোমা ছুঁড়ে খুন করা হয় উপপ্রধান ভাদু শেখকে ৷ তাঁর মৃত্যু ঘিরে তাণ্ডব চলে বগটুই গ্রামে ৷ ভাদু শেখ খুনের ঘটনায় 10 জনের নামে লিখিত অভিযোগ দায়ের হয় । তাদের মধ্যে গতকাল তিন, এর আগে এক ও আজকে দু'জনকে গ্রেফতার করা হল (Bagtui Murder Case) ৷ ফলে ভাদুশেখের খুনে এ পর্যন্ত মোট 6 জনকে গ্রেফতার করল জেলা পুলিশ। অপরদিকে ভাদু শেখ খুনের পরবর্তী হিংসার মামলায় ভাদু ঘনিষ্ট লালন শেখের বাড়ি তালা ভাঙল সিবিআই (Rampurhat Massacre) ৷

Rampurhat Massacre
ভাদু শেখ খুনে আরও দু-জন গ্রেফতার

By

Published : Mar 31, 2022, 2:04 PM IST

রামপুরহাট, 31 মার্চ :ভাদু শেখ খুনের অভিযোগে আরও দু'জনকে গ্রেফতার করল রামপুরহাট থানার পুলিশ (Bagtui Murder Case) । এই ঘটনায় 10 জনের নামে লিখিত অভিযোগ দায়ের হয় । তাদের মধ্যে গতকাল ধরা পড়েছে শেরা শেখ, সঞ্জু শেখ এবং রাজা । ধৃতদের মালদা, ঝাড়গ্রাম এবং রামপুরহাট থেকে গ্রেফতার করে পুলিশ । এর আগে হানিফ শেখ নামে একজনকে গ্রেফতার করা হয়েছিল । আর এদিন আরও দু'জনকে গ্রেফতার করা হল ৷

পুলিশ সূত্রে খবর, নলহাটি ও মাড়গ্রাম থেকে এদিন ভাসন শেখ ও সফিক শেখকে গ্রেফতার করে পুলিশ । ধৃতদের এদিন রামপুরহাট আদালতে তোলা হয় । গত 21 তারিখ সন্ধ্যায় রামপুরহাটের বগটুই মোড়ে আড্ডা দিচ্ছিলেন রামপুরহাট 1 নম্বর ব্লকের বরশাল পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ । ঠিক সেই সময় পিছন থেকে বোমা মেরে খুন করা হয় তাকে । তারপরই আগুন জ্বলে ওঠে বগটুই গ্রামে (Rampurhat Massacre) । পরের দিন একটি বাড়ি থেকেই সাতজনের অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার করে রামপুরহাট দমকল বাহিনী । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সিট গঠন হয়ে তড়িঘড়ি তদন্ত আরম্ভ হয় । কিন্তু তিন দিন পর কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ।

ভাদু ঘনিষ্ট লালন শেখের বাড়ি তালা ভাঙল সিবিআই

আরও পড়ুন :Matia Englishbazar rape: বসিরহাট-মালদায় ধর্ষণের তদন্ত রিপোর্ট, কেস ডায়েরি তলব হাইকোর্টের

অন্যদিকে, ভাদু শেখ খুন পরবর্তী হিংসার মামলায় (বগটুই কাণ্ড) ভাদু ঘনিষ্ঠ লালন শেখের বাড়ি তালা ভেঙে ঢুকল সিবিআই । এদিন বেলা 11 টায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের একটি টিম বগটুই গ্রামে যায় । বগটুই গ্রামে যে জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে, তার সব থেকে কাছের বাড়িতে সিসিটিভি লাগানো রয়েছে ৷ বাড়িটি ভাদু ঘনিষ্ঠ লালন শেখের । ঘটনার দিন থেকেই ওই বাড়িতে তালা বন্ধ। আজ সিবিআই ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে লালন শেখের বাড়ির দরজার তালা ভেঙে ভিতরে ঢোকে সিবিআই ।

ABOUT THE AUTHOR

...view details