পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনা : পেনশন অ্যাকাউন্ট থেকে ত্রাণ তহবিলে 5 লাখ টাকা দান মহিলার

মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 5 লাখ টাকা অনুদান দিলেন বাঁকুড়ার ঊষা রানি দাস । ফ্যামিলি পেনশন থেকে এই অর্থ দান করলেন তিনি ।

donate 5 lakhs in  Chief Minister's Relief Fund
বাঁকুড়ার উষা রানি দাস

By

Published : Mar 27, 2020, 3:20 PM IST

বাঁকুড়া, 27 মার্চ : কোরোনা সংক্রমণ রুখতে ত্রাণ তহবিল খুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী । সাধারণের সুরক্ষার খাতিরে পেনশন অ্যাকাউন্ট থেকে 5 লাখ টাকা দান করলেন জঙ্গলমহলের ঊষা রানি দাস । বয়স 67, রানিবাঁধ থানার আখকুটা গ্রামের বাসিন্দা । স্বামী ছিলেন ডাবরি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক । 2010 সালে তিনি মারা যান ।

ঊষাদেবী জানান, তিনি ফ্যামিলি পেনশন পান । ছেলেরা বর্তমানে প্রতিষ্ঠিত । মায়ের পেনশনের টাকার প্রয়োজন তাঁদের হয় না । তাই তিনি 5 লাখ টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছেন ।

মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 5 লাখ টাকা দিলেন ঊষা রানি দাস...

ত্রাণ তহবিলে অনুদান দেওয়ার পর তিনি সাংবাদিককে জানান, "গোটা দেশ তথা রাজ্যজুড়ে লকডাউন পরিস্থিতিতে 67 মুখ্যমন্ত্রী যেভাবে তৎপর হয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছেন তাতে আমি অভিভূত । আমাদের ওঁর পাশে দাঁড়ানো উচিত। "

ঊষাদেবীর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন, যে ব্যাঙ্ক থেকে টাকা পাঠিয়েছেন তার ম্যানেজার । তিনি বলেন, "কোরোনা সংক্রমণ রুখতে রাজ্যে লকডাউন । এই পরিস্থিতিতে দুস্থদের পাশে দাঁড়ানোর আবেদন করেছেন ওই ভদ্রমহিলা । দিয়েছেন অর্থ ৷ এই উদ্যোগ প্রশংসার যোগ্য ৷

ABOUT THE AUTHOR

...view details