বাঁকুড়া, 29 জুুলাই : 10 জুুলাই বাঁকুড়ায় কোরোনায় আক্রান্তের সংখ্যা ছিল 303 । সংখ্যাটা বেড়ে বর্তমানে 606 জন। মাত্র 19 দিনের মধ্যেই দ্বিগুণ হল সংক্রমণের সংখ্যা । গতকাল বাঁকুড়া জেলায় সর্বোচ্চ সংক্রমণের খবর মিলেছে । একদিনে 48 জন নতুন করে সংক্রমিত হয়েছেন বলে স্বাস্থ্যদপ্তর সূত্রে খবর।
জেলার শুধুমাত্র বড়জোড়া ব্লকেই সংক্রমিত হয়েছেন 17 জন । এর ফলে বড়জোড়া ব্লকে আক্রান্তের মোট সংখ্যা হল 109 জন । গতকাল যারা নতুন করে সংক্রমিত হয়েছেন তাঁরা প্রত্যেকেই পুলিশ কর্মী বলে জানা গেছে । বড়জোড়া ব্লকের ঘুটগোড়িয়াতে রাজ্য পুলিশের সশস্ত্র 13 নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানদের মধ্যে এই নিয়ে সংক্রমিত দের সংখ্যা দাঁড়াল 72 জন । পাশাপাশি বাঁকুড়া শহরে নতুন করে আরও একজনের সংক্রমণ হয় । এর ফলে বাঁকুড়া শহরে সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল 29 জন।
আক্রান্তদের অধিকাংশ ভরতি রয়েছেন জেলার একমাত্র কোভিড হাসপাতাল ওন্দাতে । এছাড়াও কয়েকজন চিকিৎসাধীন রয়েছেন দুর্গাপুরে ।
সংক্রমিত দের সংখ্যা যেভাবে দিন দিন বাড়ছে তার ফলে নতুন করে জেলা প্রশাসনকে পরিপূরক হাসপাতালে কথা ভাবতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও এই বিষয়ে বাঁকুড়ার জেলাশাসক অরুন প্রসাদ বলেন, “ওন্দা হাসপাতালে যে পরিকাঠামো রয়েছে সেখানে আরও কিছু শয্যা বাড়ানোর চিন্তাভাবনা করা হচ্ছে। বর্তমানে 200 টি শয্যা রয়েছে এই হাসপাতালে যা খুব শীঘ্রই 250 টি করা হবে।”
বাঁকুড়া শহরে যেভাবে সংক্রমণ বেড়ে চলেছে তাতে লাগাম দিতে ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে জেলা প্রশাসনের তরফে রাজ্য সরকারের ঘোষিত লকডাউনের পাশাপাশি বাঁকুড়া, বিষ্ণুপুর ও সোনামুখী পৌর এলাকা গুলিতে 26 জুলাই থেকে 28 জুলাই তিনদিনের লকডাউন ঘোষণা করা হয়েছিল। যদিও এই লকডাউন এর জেরে সংক্রমণের গতি কিছুটা কমানো গেছে বলে মনে করছেন প্রশাসনের আধিকারিকরা। জেলায় সংক্রমিতদের মধ্যে এখনও পর্যন্ত 380 জন সুস্থ হয়েছেন এবং 178 জন এর চিকিৎসা চলছে ।