বাঁকুড়া, 10 জুন :দামোদর থেকে উদ্ধার হল তলিয়ে যাওয়া দু‘জনের দেহ ৷ মৃতরা হলেন শুভ দাস (15) ও সৌরভ নন্দী (21) ৷ দু’জনেই পশ্চিম বর্ধমানের রানিগঞ্জের নতুন এগরা গ্রামের বাসিন্দা ৷ বৃহস্পতিবার দুপুরে স্নান করতে নেমে তলিয়ে গিয়েছিলেন তাঁরা ৷ তারপর থেকেই তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছিল মেজিয়া থানার পুলিশ (2 Drowned in Damodar River) ৷
স্থানীয় সূত্রে খবর, বাঁকুড়ার দামোদর নদীর মথুরাচণ্ডী ঘাটে স্নানের সামগ্রী এবং জুতো রেখে জলে নেমেছিল তারা। তারপর থেকে তাদের কোনও খোঁজ পাওয়া যায়নি। দামোদরের পাড়ে রাখা স্নানের সামগ্রী ও জুতো দেখে পুলিশের প্রথামিক ভাবে অনুমান তারা তলিয়ে গিয়েছিলেন ৷ সেইমতোই মেজিয়া থানার পুলিশ এবং সিভিল ডিফেন্স নিঁখোজ দু'জনের খোঁজে তল্লাশি চালায় দামোদরে। দীর্ঘ সময় খোঁজা-খুজির পর অবশেষে শুক্রবার সকালে উদ্ধার হয় তাঁদের দেহ ৷