পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কেন্দ্রের পাঠানো চালের গুণগত মান নিয়ে নাটক করছে তৃণমূল : সুভাষ সরকার

গতকাল বাঁকুড়া জেলার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠক করে অভিযোগ করা হয় কেন্দ্রীয় সরকার যে গরিব কল্যাণ যোজনায় চাল পাঠিয়েছে রাজ্যকে সেই চালের গুণগতমান খারাপ । তৃণমূলের এই অভিযোগের সত্যতা যাচাই করতে আজ সকালে সাংসদ সুভাষ সরকার নিজেই বেরিয়ে পড়েন বাঁকুড়া শহরের বিভিন্ন রেশন দোকান পরিদর্শন করতে ।

ছবি
ছবি

By

Published : May 3, 2020, 2:18 PM IST

বাঁকুড়া, 3 মে : কেন্দ্রীয় সরকারের পাঠানো গরিব কল্যাণ যোজনার চালের গুণগতমান খারাপ । এমনই অভিযোগ করা হয়েছিল তৃণমূলের তরেফে । সেই কারণে আজ সাংসদ সুভাষ সরকার কয়েকটি রেশন দোকান পরিদর্শন করতে নিজেই বেরিয়ে পড়লেন । পরিদর্শনের পর তিনি বলেন, " চালের গুণগত মান নিয়ে নাটক করছে তৃণমূল ।"

গতকাল বাঁকুড়া জেলার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠক করে অভিযোগ করা হয়, কেন্দ্রীয় সরকার গরিব কল্যাণ যোজনায় যে চাল পাঠিয়েছে রাজ্যকে সেই চালের গুণগতমান খারাপ । এই খারাপ চাল খেলে সাধারণ মানুষ অসুস্থ হয়ে পড়বেন । পাশাপাশি তৃণমূলের তরফে রেশন ডিলারদের আবেদন করা হয়, তাঁরা যেন কেন্দ্রের পাঠানো এই চাল না তোলেন ।

তৃণমূলের এই অভিযোগের সত্যতা যাচাই করতে আজ সকালে সাংসদ নিজেই বেরিয়ে পড়েন বাঁকুড়া শহরের বিভিন্ন রেশন দোকান পরিদর্শন করতে । শহরের বেশ কয়েকটি রেশন দোকানে ঘুরে তিনি সেখানকার চালের গুণগতমান নিয়ে কথা বলেন রেশন ডিলার এবং সাধারণ ক্রেতাদের সঙ্গে । এরপর সাংসদ সাংবাদিকদের বলেন, " গতকাল বাঁকুড়ায় যেসব তৃণমূল নেতা চাল নিয়ে কথা বলেছেন তাঁরা আসলে নাটক করেছেন । তৃণমূল সব দিকে ব্যর্থ এবং তারা নিজেরা চাল চুরি করতে গিয়ে বেশ কয়েক জায়গায় ধরা পড়েছে ইতিমধ্যে । তাই নিজেদের ডিফেন্সে রাজনীতি করার চেষ্টা করা হচ্ছে । তবে সাধারণ মানুষ তাদের এই ঘৃণ্য রাজনীতি এবং চক্রান্ত ধরে ফেলেছে ।"

যোগেশপল্লির এক বাসিন্দা বলেন, " চালের গুণগতমান যথেষ্ট ভালো এবং এই চাল বাজারে কিনতে গেলে 28 থেকে 30 টাকা কিলো দর পড়বে ।" অন্য আর এক রেশন ডিলার জগন্নাথ পাল বলেন, " কেন্দ্রীয় সরকারের পাঠানো চালের গুণগত মান যথেষ্ট ভালো এবং এই নিয়ে ক্রেতাদের কোনও অভিযোগ নেই । 5 কিলো করে চাল বণ্টন করছি আমরা ।"

ABOUT THE AUTHOR

...view details