পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নাগরিকত্ব সংশোধনী আইন পাশে মদত রয়েছে তৃণমূলের : সূর্যকান্ত - নাগরিকত্ব সংশোধনী আইন

নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019-এর বিরোধিতা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস । কিন্তু CPI(M) নেতা সূর্যকান্ত মিশ্রর কথায়, "এই বিরোধিতা আদতে উপর উপর । পিছন থেকে তিনি (মমতা বন্দ্যোপাধ্যায়) আসলে BJP-কেই সমর্থন করছেন ।"

সূর্যকান্ত মিশ্র
সূর্যকান্ত মিশ্র

By

Published : Dec 14, 2019, 11:48 PM IST

বাঁকুড়া, 14 ডিসেম্বর : সোমবার লোকসভায় পেশ হয় নাগরিকত্ব (সংশোধনী) বিল, 2019 । বিলের বিরোধিতা করে বক্তব্য রেখেছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় । বিক্ষোভ দেখান তৃণমূলের সৌগত রায়ও । কিন্তু এই বিলের পক্ষে- বিপক্ষে ভোটাভুটিতে তৃণমূলের আট সাংসদ ভোটদানে বিরত ছিলেন । আর সেই বিষয়টিকে হাতিয়ার করে বামেদের অভিযোগ, সরাসরি না হলেও নাগরিক (সংশোধনী) আইন,2019 কার্যকর করার পিছনে মদত রয়েছে তৃণমূলের । আজ বাঁকুড়ায় একটি জনসভা থেকে CPI(M) নেতা সূর্যকান্ত মিশ্র এই দাবি করেন ।

নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019-এর বিরোধিতা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস । আইনের বিরোধিতা করে সোমবার থেকে তিন দিন কলকাতায় তৃণমূল মিছিল করবে বলে জানিয়েছেন তিনি । কিন্তু সূর্যকান্ত বলেন, "এই বিরোধিতা আদতে উপর উপর । পিছন থেকে তিনি (মমতা বন্দ্যোপাধ্যায়) আসলে BJP-কেই সমর্থন করছেন ।"

নাগরিকত্ব (সংশোধনী) আইনের পাশাপাশি আজ NRC ও NPR নিয়েও বক্তব্য রাখেন সূর্যকান্ত । তাঁর অভিযোগ, "দিন কয়েক আগে তিনি (মুখ্যমন্ত্রী) তাঁর টুইটার হ্যান্ডেলে সরকারি নির্দেশিকা প্রকাশ করেছেন । যেখানে NRC-র প্রথম পদক্ষেপ ন্যাশনাল পপুলেশন রেজিস্টার করার প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার । রাজ্য ইতিমধ্যে দু'টো ডিটেনশন ক্যাম্প করার জন্য দু'টো জায়গার কথাও ভেবে ফেলেছে ।" নাগরিকত্ব আইনের প্রতিবাদে শুরু হওয়া আন্দোলন ও তার প্রেক্ষিতে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে রাজ্যবাসীর কাছে আবেদন করে তিনি বলেন, "আন্দোলন করতে হবে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পদ্ধতিতে ।"

ABOUT THE AUTHOR

...view details