বাঁকুড়া, 8 জুন: রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধভাবে বালি পাচারের অভিযোগ উঠল বাঁকুড়ার সিমলাপালের মণ্ডলগ্রাম অঞ্চল তৃণমূলের নবনির্বাচিত সভাপতি অর্ধেন্দু সিংহ মহাপাত্রের বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ৷ ধাদকিডাঙ্গা গ্রামে বালি বোঝায় ট্রাক্টর-সহ চালককে আটক করেছে সিমলাপাল থানার পুলিশ ৷
স্থানীয় সূত্রে খবর, বুধবার সিমলাপালের ধাদকিডাঙ্গা গ্রাম সংলগ্ন জয়পন্ডা নদী থেকে বেশ কিছু দিন ধরেই বালি পাচারের অভিযোগ উঠছিল ৷ কিন্তু গ্রামবাসীরা হাতেনাতে ধরতে পারছিলেন না অভিযুক্তকে ৷ দিনের পর দিন বালি চুরি অভিযোগ উঠতে থাকাই এলাকাবাসীরা নজর রাখতে শুরু করেন ৷ এরপর বুধবার বালি বোঝাই একটি গাড়ি আবারও নজরে আসে স্থানীয়দের ৷ স্থানীয় বাসিন্দা সঞ্জীব দুলে অভিযোগ করে বলেন, "বুধবার সকালে দেখি একটি ট্রাক্টর বালি বোঝাই করে যাচ্ছিল ৷ সেটা দেখে গ্রামের লোক আটক করে ৷ তারপর জানা যায়, সেটা মণ্ডলগ্রাম অঞ্চলের তৃণমূলের অঞ্চল সভাপতি অর্ধেন্দু সিংহ মহাপাত্রের ট্রাক্টর ৷ এরপর পুলিশে খবর দেওয়া হয় ৷ গাড়িটিকে তারপর পুলিশ আটক করেছে ৷"
তিনি আরও বলেন, "কয়েকদিন আগেই তৃণমূলের অঞ্চল সভাপতি হয়েছেন অর্ধেন্দু সিংহ মহাপাত্র ৷ তারপরেই এমন চুরির ঘটনা সামনে ৷ সাধারণ জনগণ হিসাবে ভরসার জায়গাটাই থাকল না ৷"