পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sand Smuggling: পঞ্চায়েত ভোটের আগে অস্বস্তিতে দল, বালি পাচারে নাম জড়ালো তৃণমূলের অঞ্চল সভাপতির - Sand Smuggling

বেজে গিয়েছে পঞ্চায়েত নির্বাচনের দামামা ৷ তার মাঝেই অবৈধভাবে বালি পাচারের অভিযোগ উঠল বাঁকুড়ার সিমলাপালের মণ্ডলগ্রাম অঞ্চল তৃণমূলের নবনির্বাচিত সভাপতি অর্ধেন্দু সিংহ মহাপাত্রের বিরুদ্ধে। অস্বস্তিতে দল ৷

Sand Smuggling
বালি পাচারে নাম জড়ালো তৃণমূলের অঞ্চল সভাপতির

By

Published : Jun 8, 2023, 7:18 PM IST

বালি পাচারে নাম জড়ালো তৃণমূলের অঞ্চল সভাপতির

বাঁকুড়া, 8 জুন: রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধভাবে বালি পাচারের অভিযোগ উঠল বাঁকুড়ার সিমলাপালের মণ্ডলগ্রাম অঞ্চল তৃণমূলের নবনির্বাচিত সভাপতি অর্ধেন্দু সিংহ মহাপাত্রের বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ৷ ধাদকিডাঙ্গা গ্রামে বালি বোঝায় ট্রাক্টর-সহ চালককে আটক করেছে সিমলাপাল থানার পুলিশ ৷

স্থানীয় সূত্রে খবর, বুধবার সিমলাপালের ধাদকিডাঙ্গা গ্রাম সংলগ্ন জয়পন্ডা নদী থেকে বেশ কিছু দিন ধরেই বালি পাচারের অভিযোগ উঠছিল ৷ কিন্তু গ্রামবাসীরা হাতেনাতে ধরতে পারছিলেন না অভিযুক্তকে ৷ দিনের পর দিন বালি চুরি অভিযোগ উঠতে থাকাই এলাকাবাসীরা নজর রাখতে শুরু করেন ৷ এরপর বুধবার বালি বোঝাই একটি গাড়ি আবারও নজরে আসে স্থানীয়দের ৷ স্থানীয় বাসিন্দা সঞ্জীব দুলে অভিযোগ করে বলেন, "বুধবার সকালে দেখি একটি ট্রাক্টর বালি বোঝাই করে যাচ্ছিল ৷ সেটা দেখে গ্রামের লোক আটক করে ৷ তারপর জানা যায়, সেটা মণ্ডলগ্রাম অঞ্চলের তৃণমূলের অঞ্চল সভাপতি অর্ধেন্দু সিংহ মহাপাত্রের ট্রাক্টর ৷ এরপর পুলিশে খবর দেওয়া হয় ৷ গাড়িটিকে তারপর পুলিশ আটক করেছে ৷"

তিনি আরও বলেন, "কয়েকদিন আগেই তৃণমূলের অঞ্চল সভাপতি হয়েছেন অর্ধেন্দু সিংহ মহাপাত্র ৷ তারপরেই এমন চুরির ঘটনা সামনে ৷ সাধারণ জনগণ হিসাবে ভরসার জায়গাটাই থাকল না ৷"

এই বিষয়ে অভিযুক্ত অঞ্চল সভাপতি অর্ধেন্দু সিংহ মহাপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনও প্রতিক্রিয়া দিতে রাজি হননি। বিষয়টি নিয়ে বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি তথা সিমলাপালের বাসিন্দা দিব্যেন্দু সিংহ মহাপাত্র বলেন, "বিষয়টি আমার নজরে আসেনি ৷ আমাকে ব্লক সভাপতি বা অন্যান্য নেতৃত্ব এখনও কিছু জানায়নি।" ঘটনাটা সত্যি হয়ে থাকলে পঞ্চায়েত নির্বাচনের আগে দলের ক্ষতি হবে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি ৷

আরও পড়ুন: গন্ধেশ্বরীর উপরে স্থায়ী সেতুতে বর্ষায় স্বস্তি 15টি গ্রামের বাসিন্দাদের

যদিও মন্ডলগ্রাম অঞ্চল তৃণমূলের প্রাক্তন সভাপতি সত্যভূষণ সন্নিগ্রহীর দাবি দীর্ঘদিন ধরে এই বালিচুরির ঘটনা ঘটে চলছে আজ ধরা পড়েছে। প্রশাসনের একাংশের মদত রয়েছে বলে তিনি অভিযোগ করেন।

ABOUT THE AUTHOR

...view details