পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিষ্ণুপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডরেলে ধাক্কা বাইকের, মৃত 2 - দুর্ঘটনা

117 নম্বর জাতীয় সড়কে বিষ্ণুপুরের আমতলার কাছে পথ দুর্ঘটনায় মৃত দুই যুবক।

ছবিটি প্রতীকী

By

Published : Apr 4, 2019, 11:15 AM IST

Updated : Apr 4, 2019, 12:22 PM IST

বিষ্ণুপুর, 4 এপ্রিল : 117 নম্বর জাতীয় সড়কে বিষ্ণুপুরের আমতলার কাছে পথ দুর্ঘটনায় মৃত দুই বাইক আরোহী। গতরাত সাড়ে দশটা নাগাদ আমতলা থেকে ডায়মন্ডহারবারের দিকে দ্রুত গতিতে যাচ্ছিল বাইকটি। উলটোদিক থেকে আসছিল একটি মালবোঝাই গাড়ি। প্রত্যক্ষদর্শী অসিত সর্দার জানান, দুটি গাড়ি একটা সময় মুখোমুখি চলে আসে। মালবোঝাই গাড়িটি বাইককে সাইড দিতে গিয়ে রাস্তার মাঝে থাকা গার্ডরেলে ধাক্কা মারে। আর ওই গার্ডরেলটি ঘুরে যায়। বাইকটির স্পিড বেশি ছিল। বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডরেলে ধাক্কা মারে।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

বাইক আরোহী দুই যুবককে উদ্ধার করে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, মৃত দুই যুবকের নাম প্রভাত খাঁ ও বুদ্ধ সর্দার। বাড়ি বিষ্ণুপুর থানার অন্তর্গত শ্রীকৃষ্ণপুর এলাকায়। তাঁদের মাথায় হেলমেট ছিল না। তবে তাঁরা নেশা করে ছিলেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

Last Updated : Apr 4, 2019, 12:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details