পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আমফানে দুর্গতদের সুরক্ষিত স্থানে রেখে খাবারের ব্যবস্থা পুলিশের

আমফানের সরাসরি প্রভাব বেশি পড়বে উপকূলবর্তী এলাকাগুলিতে ৷ তবে বাঁকুড়া জেলার বেশ কিছু এলাকায় এই ঝড়ের গতিবেগ 50 থেকে 80 কিলোমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে দাবি বিশেষজ্ঞদের । সেক্ষেত্রে দক্ষিণ বাঁকুড়ার জঙ্গলমহলে কাঁচা বাড়ি থেকে গ্রামবাসীদের স্থানীয় পাকা বাড়িতে আশ্রয় নিতে বলা হয়েছে । আজ জেলা পুলিশের তরফে বেশ কয়েক জায়গায় এই দুর্যোগে আশ্রয় নেওয়া মানুষের খাবারের ব্যবস্থা করা হয় ৷

Bankura
বাঁকুড়া

By

Published : May 20, 2020, 6:59 PM IST

বাঁকুড়া , 20 মে : আমফানের দাপটে হাত থেকে জেলার বিভিন্ন এলাকার মানুষকে সচেতন করার কাজ চলছে দু’দিন ধরেই ৷ এর পাশাপাশি কয়েকটি এলাকার মানুষকে সুরক্ষিত জায়গায় স্থানান্তরিত করে তাঁদের খাবারের ব্যবস্থা করল জেলা প্রশাসন ।

আমফানের সরাসরি প্রভাব রাজ্যের উপকূলবর্তী এলাকায় পড়লেও বাঁকুড়া জেলার বেশ কিছু এলাকায় এই ঝড়ের গতিবেগ 50 থেকে 80 কিলোমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে দাবি বিশেষজ্ঞদের । বিষ্ণুপুর মহকুমার কয়েকটি এলাকা প্রভাবিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে । এই অবস্থায় যে সমস্ত এলাকায় মানুষ কাঁচা বাড়িতে বসবাস করেন তাঁদের সেখান থেকে সুরক্ষিত জায়গায় সরে যাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে । জেলার বেশ কিছু জায়গায় মাইকিং করে মানুষকে সতর্ক থাকতে এবং সুরক্ষিত থাকতে অনুরোধ করা হয়েছে । শালতোড়া ব্লকের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষকে সতর্ক করতে এভাবেই মাইকিং করা হয়েছে ।

অন্যদিকে , দক্ষিণ বাঁকুড়ার জঙ্গলমহলে কাঁচা বাড়ি থেকে গ্রামবাসীদের স্থানীয় পাকা বাড়িতে অথবা স্কুল বিল্ডিংগুলিতে আশ্রয় নিতে বলা হয়েছে । আজ জেলা পুলিশের তরফে বেশ কয়েক জায়গায় অন্নদান প্রকল্পের অধীনে দুর্যোগে আশ্রয় নেওয়া মানুষের খাবারের ব্যবস্থা করা হয় ৷ রানিবাঁধ থানার বনপুকুরিয়াতে অন্নদান প্রকল্পে প্রায় 200 মানুষকে আজ মধ্যাহ্নভোজন করানো হয় পুলিশের তরফে । আজ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন খাতড়া মহকুমা পুলিশ আধিকারিক বিবেক বর্মা এবং জেলা পুলিশ সুপার কোটেশ্বর রাও ৷

ABOUT THE AUTHOR

...view details