বাঁকুড়া, 26 মে : বুধবার সকালে ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া এক বৃদ্ধের মৃত্যু হল ৷ পরিবারের দাবি, কাল থেকে ভালই ছিলেন তিনি ৷ এদিন সকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন ৷ তারপরই মৃত্যু হয় তাঁর ৷ ঘটনাটি ঘটেছে সিমলাপাল থানার মাচাতোড়া গ্রাম পঞ্চায়েতের তপুবাইদ গ্রামে ৷
যশ ধেয়ে আসার আগেই দুঃস্থদের সরকারি উদ্যোগে আগেভাগে সরিয়ে আনা হয়েছে বিভিন্ন ত্রাণ শিবিরে ৷ সেভাবেই মঙ্গলবার সন্ধ্যায় বছর পঁয়ষট্টির সন্তোষ লোহার পরিবারের সঙ্গে আসেন সিমলাপাল থানার মাচাতোড়া গ্রাম পঞ্চায়েতের ত্রাণ শিবিরে ৷ কাল থেকে তিনি ভালই ছিলেন বলে তাঁর পরিবারের দাবি ৷ এদিন সকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন ৷ তারপরই মৃত্যু হয় তাঁর ৷ সন্তোশ লোহারের পরিবারের দাবি, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন ৷