বাঁকুড়া, 13 মে : লকডাউনের মধ্যে বাঁকুড়ায় পাঁচ কোটি টাকারও বেশি মদ বিক্রি হল । হোম ডেলিভারিতে গুরুত্ব দিচ্ছে জেলার আবগারি বিভাগ । 4 মে থেকে লকডাউনের মধ্যেই জেলায় খোলা শুরু হয় মদের দোকান । তবে, এক্ষেত্রে রাজ্য সরকারের তরফে 30 শতাংশ অতিরিক্ত কর চাপানো হয়েছে বিক্রির উপর ।
10 দিনে 5 কোটির মদ বিক্রি বাঁকুড়ায়
লকডাউনে এখনও পর্যন্ত পাঁচ কোটি টাকারও বেশি মদ বিক্রি হয়েছে বলে আবগারি বিভাগ সূত্রে খবর । তবে, এক্ষেত্রে রাজ্য সরকারের তরফে 30 শতাংশ অতিরিক্ত কর চাপানো হয়েছে বিক্রির উপর । হোম ডেলিভারিতে গুরুত্ব দিচ্ছে জেলার আবগারি বিভাগ ।
বাঁকুড়ায় মোট 270টি মদের দোকান রয়েছে । বর্তমানে 240টি দোকানের মালিক ব্যবসা চালু রেখেছেন । লকডাউনে এখনও পর্যন্ত পাঁচ কোটি টাকারও বেশি মদ বিক্রি হয়েছে বলে আবগারি বিভাগ সূত্রে খবর । সরকারের রাজস্ব বাড়াতে এবার হোম ডেলিভারির দিকে বেশি গুরুত্ব দিচ্ছে আবগারি দপ্তর ও ব্যবসায়ীরা ।
একটি কাউন্টারকে কেন্দ্র করে তার 10-15 কিলোমিটারের মধ্যে এই হোম ডেলিভারির ব্যবস্থা থাকবে । এক্ষেত্রে প্রতি হাজার টাকায় 50 টাকা ডেলিভারি চার্জ হিসেবে নেওয়া হবে । আবার 500 টাকা বা তার নিচে মদ ডেলিভারি করা হলে 25 টাকা চার্জ নেওয়া হবে । লকডাউনের ফলে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য হোম ডেলিভারিকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে ।