পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jun 3, 2021, 10:53 PM IST

ETV Bharat / state

বাঁকুড়া মেডিক্যাল হাসপাতালে রোগীর আত্মীয়দের খাবার বিলি বিধায়কের

পশ্চিমবঙ্গে কার্যত লকডাউন পরিস্থিতি ৷ নির্দিষ্ট সময় পর্যন্তই দোকানপাট খেলা থাকার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার ৷ সেইমতো বাঁকুড়া মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরের দোকানগুলিও বন্ধ হয়ে যায় ৷ তাই খাবারের অসুবিধা হত হাসপাতালে ভর্তি থাকা রোগীর আত্মীয়দের ও হাসপাতাল চত্বরের মানুষদের ৷ সেইসব জানার পরই সবুজ সঙ্গী প্রকল্পের মাধ্যমে তাঁদের দু'বেলা খাবার তুলে দেওয়া হত ৷ এদিন নিজের হাতে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি থাকা রোগীর আত্মীয়দের হাতে ভাত, তরকারি, ডিম, বিস্কুটের প্যাকেট ও স্যানিটাইজার তুলে দেন বাঁকুড়া জেলা তৃণমূল নেতৃত্ব ও তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তী

বাঁকুড়া মেডিক্যাল হাসপাতালের সামনে দুৃঃস্থদের খাবার বিলি বিধায়কের
বাঁকুড়া মেডিক্যাল হাসপাতালের সামনে দুৃঃস্থদের খাবার বিলি বিধায়কের

বাঁকুড়া, 3 জুন : গত 15 দিন ধরে বাঁকুড়া মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি থাকা রোগীদের আত্মীয়দের জন্য ও হাসপাতাল চত্বরের আশেপাশে যাঁরা থাকেন, তাঁদের জন্য দু‘বেলা খাবারের ব্যবস্থা করেছে বাঁকুড়া শহর যুব তৃণমূল কংগ্রেসের প্রকল্প সবুজ সঙ্গী ৷ এদিন তাঁদের হাতে খাবার তুলে দেন খোদ তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তী।

পশ্চিমবঙ্গে কার্যত লকডাউন পরিস্থিতি ৷ নির্দিষ্ট সময় পর্যন্তই দোকানপাট খেলা থাকার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার ৷ সেইমতো বাঁকুড়া মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরের দোকানগুলিও বন্ধ হয়ে যায় ৷ তাই খাবারের অসুবিধা হত হাসপাতালে ভর্তি থাকা রোগীর আত্মীয়দের ও হাসপাতল চত্বরের মানুষদের ৷ সেইসব জানার পরই সবুজ সঙ্গী প্রকল্পের মাধ্যমে তাঁদের দু'বেলা খাবার তুলে দেওয়া হত ৷ এদিন নিজের হাতে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি থাকা রোগীর আত্মীয়দের হাতে ভাত, তরকারি, ডিম, বিস্কুটের প্যাকেট ও স্যানিটাইজার তুলে দেন বাঁকুড়া জেলা তৃণমূল নেতৃত্ব ও তালডাংরা বিধায়ক অরূপ চক্রবর্তী।

বাঁকুড়া মেডিক্যাল হাসপাতালের সামনে দুৃঃস্থদের খাবার বিলি বিধায়কের

বিধায়ক বললেন, " 15 দিন ধরে এই কাজ করে আসছে শহর তৃণমূল কংগ্রেসের কর্মীরা ৷ আমার উচিৎ এদের উৎসাহ দেওয়া ৷ যা যা প্রয়োজনীয় জিনিস দরকার সেগুলি জোগাড় করে দেওয়া ৷ এই ধরনের কাজে যুক্ত থাকতে পেরে আমি খুব খুশি ৷ "

আরও পড়ুন :রাজ্যে অনেকটাই কমল দৈনিক মৃত্যু, কলকাতায় সংক্রমণ নামল হাজারের নিচে

ABOUT THE AUTHOR

...view details