বাঁকুড়া, 8 এপ্রিল:শনিবার পোকা বাঁধের উত্তর পাড়ের জলে এক ব্যক্তির দেহ ভাসতে দেখা যায় ৷ পরে বিষ্ণুপুর থানার পুলিশ এসে ওই দেহটি উদ্ধার করে । ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর শহরের 5 নম্বর ওয়ার্ডে ৷ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চলও ছড়ায় এলাকায় । স্থানীয় সূত্রে খবর, বিষ্ণুপুর শহরের 15 নম্বর ওয়ার্ডের বাসিন্দা 61 বছরের অশোক হাজরা ৷ 4 এপ্রিল থেকে তিনি নিখোঁজ ছিলেন ৷ পরিবারের লোকজন বহু খোঁজাখুঁজি করেন তাঁকে ৷ শেষে না-পেয়ে তারা দারস্থ হয় বিষ্ণুপুর থানায় বলে জানা গিয়েছে ।
পরিবারের তরফ থেকে দায়ের করা হয় নিখোঁজ ডায়েরি । এরপর আজ সকালে স্থানীয় বাসিন্দারা পোকা বাঁধের জলে এক ব্যক্তির দেহ ভাসতে দেখে । স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে তড়িঘড়ি খবর দেওয়া হয় বিষ্ণুপুর থানায় । ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছয় বিষ্ণুপুর থানার পুলিশ ৷ তারপর পুলিশ আধিকারিকরা ওই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় বিষ্ণুপুর জেলা হাসপাতালে । মন্দির নগরী বিষ্ণুপুরে সাত সকালে এই ধরনের দেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এবং আতঙ্কের একটা বাতাবরণও সৃষ্টি হয়েছে ।