পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

খাদ্য দপ্তরের সামগ্রী এনে বিপাকে লরির চালকেরা - Bankura

বাঁকুড়ায় আটকে প্রায় 60টি লরির চালক ও খালাসিরা ৷ অনির্দিষ্টকালের জন্য অপেক্ষা করায় সমস্যায় পড়েছেন তাঁরা ৷

lorry drivers are in problem who bring food for food department
খাদ্য দপ্তরের সামগ্রী এনে বিপাকে লরির চালকেরা

By

Published : Aug 8, 2020, 6:22 PM IST

বাঁকুড়া, 8 অগাস্ট : ভিন রাজ্য থেকে খাদ্য দপ্তরের সামগ্রী এনে বিপাকে লরি চালকেরা ৷ বাঁকুড়ায় আটকে প্রায় 60 টি লরির চালক ৷ জানা গিয়েছে, খাদ্য দপ্তরের বন্টনের জন্য ডাল নিয়ে কমপক্ষে 60 টি লরি এসে পৌঁছায় বাঁকুড়ায় ৷ রাজস্থান, পঞ্জাব সহ দেশের নানান প্রান্ত থেকে লরিগুলো আসে ৷ কিন্তু, বাঁকুড়া পৌঁছানোর পরই হয় বিপত্তি ৷ যে সরকারি গুদামে ডাল রাখার কথা ছিল বর্তমানে সেই গুদামটি খালি নেই ৷ তাই তাঁদের অপেক্ষা করতে হবে গুদাম খালি হওয়া পর্যন্ত ৷ এদিকে গুদামে যে পরিমান খাদ্য সামগ্রী রয়েছে তা অন্যত্র নিয়ে যাওয়ার জন্য শ্রমিকের প্রয়োজন ৷ কিন্তু, কোরোনার কারণে এই মুহুর্তে সেভাবে শ্রমিকের দেখা মিলছে না ৷ তাই আগামী সোমবারের আগে গুদামে কোনও ভাবেই খাদ্য সামগ্রী রাখা সম্ভব হবে না বলে জানানো হয়েছে লরি চালকদের ৷

কি বলছেন লরির চালকেরা, দেখু ভিডিয়ো

উল্লেখ্য, বাঁকুড়া জেলায় 5 হাজার 700 কুইন্টালের বেশি ডাল পাঠানোর হয়েছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে ৷ কেন্দ্রের ঘোষণা মতো জেলার বিভিন্ন রেশন দোকানের মধ্যে পরিবারপিছু 1 কেজি ডাল বণ্টন করা হবে ৷ কিন্তু, রাজ্য সরকারের নতুনচটি এলাকায় যে গুদাম রয়েছে সেখানে পাঁচ হাজার মেট্রিকটন মাল রাখা সম্ভব ৷ তাই যতক্ষণ পর্যন্ত না গুদাম খালি হচ্ছে ততক্ষণ পর্যন্ত লরির চালকদের অপেক্ষা করতে হবে ৷ ফলে, দীর্ঘ সাত-আট দিন লরি চালিয়ে আসার পর লরির চালক ও খালাসিদের অনির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করায় সমস্যায় পড়েছেন তাঁরা ৷

ABOUT THE AUTHOR

...view details