পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

2021-এ তৃণমূল 60টি আসনও পাবে না : সৌমিত্র

লোকসভা নির্বাচনে রাজ্যে পদ্ম ফুটেছে । 2 থেকে আসন পৌঁছেছে 18-য় । বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ বলছেন, "এতো সবে শুরু । 2021-এ বিধানসভা নির্বাচনের পর তৃণমূল শেষই হয়ে যাবে ।"

ফাইল ফোটো

By

Published : May 25, 2019, 11:49 PM IST

বিষ্ণুপুর, 25 মে : লোকসভা নির্বাচনে রাজ্যে পদ্ম ফুটেছে । 2 থেকে আসন পৌঁছেছে 18-য় । বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ বলছেন, "এতো সবে শুরু । 2021-এ বিধানসভা নির্বাচনের পর তৃণমূল শেষই হয়ে যাবে ।"

সৌমিত্র বলেন, "পরবর্তী বিধানসভা নির্বাচনে তৃণমূল 60টার বেশি আসন পাবে না । বিধানসভা নির্বাচনে আমাদের বিরুদ্ধে তৃণমূল দাঁড়াতেই পারবে না ।"

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে বাংলার 42টি আসনের মধ্যে 18টি আসন দখল করেছে BJP । 22টি আসন পেয়েছে তৃণমূল । গতবার 34টি আসন দখল করেছিল তারা । এদিকে, গতবারের পর এবারও বিষ্ণুপুরে জিতেছেন সৌমিত্র খাঁ । গতবার তৃণমূলের টিকিটে জিতেছিলেন তিনি । এবার জেতেন BJP-র টিকিটে । 78 হাজার 47 ভোটে । আইনি বাধা নিষেধ থাকায় ভোটপ্রচারে বাঁকুড়ায় যেতে পারেননি তিনি । তাঁর জায়গায় স্ত্রী সুজাতা খাঁ প্রচার সারেন । এই অবস্থাতেও 78 হাজার ভোটে জয় মন কেড়েছে BJP নেতৃত্বের ।

ABOUT THE AUTHOR

...view details