পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাবার সঙ্গে সাইকেল চালিয়ে যাচ্ছিল রিয়া, পিষে দিল লরি - hospital

লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল বাঁকুড়ার এক শিশুর। নাম রিয়া পরমাণিক (8)।

Breaking News

By

Published : Feb 19, 2019, 3:03 PM IST

বাঁকুড়া, ১৯ ফেব্রুয়ারি : লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক শিশুর। তার নাম রিয়া পরমাণিক (8)। মঙ্গলবার সকালে বাঁকুড়ার তালডাংরার বিবড়দার ঘটনা। আজ সকালে দেবাশিসবাবু তাঁর মেয়ে রিয়াকে নিয়ে ইন্দপুরের গুন্নাথ গ্রামে যাচ্ছিলেন। রিয়া ও তার বাবা দুটি আলাদা সাইকেলে যাচ্ছিল। জোড় ঘাটের কাছে একটি লরি রিয়াকে পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।


দুর্ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। স্থানীয়রা লরির ঘাতক ও তার খালাসিকে আটকে রাখে। পুলিশ ঘটনাস্থানে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য।

ABOUT THE AUTHOR

...view details